Durga Puja 2025: মহাভারত থেকে নেতাজি—‘বীরগাথা’য় সেজে উঠেছে অন্যতম এই বড় পুজো

Birgatha theme-Durga Puja 2025: উৎসবের দিনগুলিতে তাঁদের মণ্ডপে ঢল নামবে দর্শনার্থীদের। আশাবাদী এই পুজো কমিটি।

Birgatha theme-Durga Puja 2025: উৎসবের দিনগুলিতে তাঁদের মণ্ডপে ঢল নামবে দর্শনার্থীদের। আশাবাদী এই পুজো কমিটি।

author-image
Mobarak Koraisi
New Update
Barasat Durga Puja 2025,  Charer Palli Sarbojanin Puja  ,44th year celebration,  Birgatha theme  ,Tribute to warriors,  Virtual inauguration Mamata Banerjee  ,World Ranjan Das theme artist  ,Netaji Subhas Chandra Bose tribute  ,Barasat Durga Puja pandal,  Cultural heritage West Bengal,বারাসাত দুর্গাপূজা ২০২৫,  চার এর পল্লী সার্বজনীন পূজা,  ৪৪তম বর্ষ উদযাপন,  বীরগাথা থিম,  বীরযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি,  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন  ,বিশ্ব রঞ্জন দাস থিম শিল্পী,  নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা  ,বারাসাত দুর্গাপূজা প্যান্ডেল  ,পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্য

Durga Puja 2025: সেজে উঠেছে মণ্ডপ। পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের ঢল নামবে এই মণ্ডপে, আশাবাদী উদ্যোক্তারা।

Durga Puja 2025: দেবীপক্ষ শুরু। পুরোদমে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়েছে। উত্তর ২৪ পরগনার বারাসাতের নামকরা পুজো কমিটি 'চার-এর পল্লী সার্বজনীন' এ বছর উদযাপন করছে তাদের ৪৪তম দুর্গোৎসব। প্রতিবছরের মতোই এবারের মাতৃ বন্দনায় থাকছে ভিন্ন মাত্রা ও চিন্তাভাবনা।

Advertisment

মেদিনীপুরের বাসিন্দা শিল্পী বিশ্ব রঞ্জন দাসের পরিকল্পনা ও তত্ত্বাবধানে এবারের মণ্ডপ সজ্জায় ফুটে উঠেছে বীরযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। পাঁচশো বছর আগেকার মহাভারতের কুরুক্ষেত্রের বীরযোদ্ধাদের লড়াই থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামী এবং আধুনিক ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের বীরত্ব—সবকিছুর প্রতিচ্ছবি স্থান পেয়েছে এবারের থিম ‘বীরগাথা’য়।

ভয়ঙ্কর এয়ারস্ট্রাইক, মৃত্যুমিছিল, হাহাকার, স্বজন হারানোর যন্ত্রণা

মণ্ডপে ধরা পড়েছে ভীষ্ম, অভিমন্যু থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বর্তমান সেনাসদস্যদের আত্মত্যাগের চিত্র। দেশ ও ধর্ম রক্ষায় প্রাণ বিসর্জন দেওয়া এই বীরদের জীবনগাথা বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করছে। মাতৃপ্রতিমার স্নিগ্ধ রূপ ও থিমের অসাধারণ পরিবেশনা এবারের পূজাকে বিশেষ মাত্রা দিয়েছে।

Advertisment

West Bengal Live News Updates:দেবীপক্ষের শুরুতেই কলকাতায় শুটআউট! গার্ডেনরিচে অজ্ঞাত পরিচয় ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার

রবিবার সন্ধ্যায় এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ ডা. কাকলি ঘোষ দস্তিদার, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী, জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী, বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝড়ঘড়িয়া, ক্লাব সভাপতি অশেষ ভরদ্বাজ ও বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জি।

Bihar Assembly polls 2025: বিহারে বিধানসভা নির্বাচন শুরু হতে পারে কবে থেকে? মিলল বড় আপডেট

Bengali News Today Barasat Durga Puja 2025