New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/21/W6aYUIgveAmM7KeRNUDD.jpg)
প্রতীকী ছবি।
North 24 Parganas News: গত পঞ্চায়েত নির্বাচনে নৃশংস ওই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল। টানা কয়েকমাস ধরে চলে মামলা। শেষমেশ সেই মামলার সাজা ঘোষণা হয়েছে।
প্রতীকী ছবি।
গতবারের পঞ্চায়েত নির্বাচনের দিন তৃণমূল নেতাকে খুনের ঘটনায় দোষীদের যাবজ্জীবন সাজা দিল উত্তর ২৪ পরগনার বারাসত আদালত। গত সোমবার এই মামলার সাজা ঘোষণার কথা থাকলেও খুনের ঘটনার মূল আসামি সুজিত দাসকে আদালতে হাজির না করাতে পারায় ওই দিন সাজা ঘোষণা হয়নি। অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন বিচারক। কিন্তু তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার সুজিতকে ছাড়াই সাতজন দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা করে বারাসাত আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দেন বিচারক।
জানা গিয়েছে, ২০১৮ সালের ১৪ মে পঞ্চায়েত ভোটের দিন উত্তর ২৪ পরগনার হাবড়ায় খুন হন তৃণমূল নেতা বিপ্লব সরকার। সেদিন ভোটের শেষ বেলায় বেরগুম ২ নম্বর পঞ্চায়েতের জামতলার পার্টি অফিসে ঢুকে গুলি করে বিপ্লবকে খুন করেন দুষ্কৃতীরা । সেই খুনের মামলার বিচার প্রক্রিয়া চলছে বারাসত জেলা আদালতে। এই মামলায় মোট ১৭ জনের বিরুদ্ধে গোবরডাঙা থানার পুলিশ চার্জশিট জমা দিলেও শেষমেশ গ্রেফতার করা হয়েছিল ন'জনকে । মামলা চলাকালীনই জামিন পান সুজিত দাস নামে ওই অভিযুক্ত।
প্রায় সাত বছর মামলা চলার পর সোমবার এই মামলায় সাজা ঘোষণা হওয়ার কথা ছিল বারাসত জেলা আদালতে । কিন্তু, সাজা ঘোষণার সময় বিচারক জানতে পারেন, এই খুনের মামলার অন্যতম অভিযুক্ত সুজিত পলাতক। জামিনে ছাড়া পাওয়ার পর কোথাও পালিয়ে গিয়েছে সে। এরপরেই সাজা ঘোষণার দিন পিছিয়ে দেন বিচারক। বৃহস্পতিবার মামলার সাজা ঘোষণা কথা হয় ।
পুলিশ এবং সিআইডিকে ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছিলেন বিচারক । তাঁর নির্দেশ ছিল ২৪ ঘণ্টার মধ্যে সুজিতকে গ্রেফতার করে আদালতের সামনে হাজির করাতে হবে। কিন্তু তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ও সিআইডি। বৃহস্পতিবার সুজিতকে ছাড়াই মামলার রায়দান দেওয়া হয়।
আরও পড়ুন- West Bengal News Live: ফের খবরের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সাংঘাতিক অভিযোগ, তদন্তে কমিটি গঠন
বারাসাত আদালতের সরকারি আইনজীবী শ্যামল কান্তি দত্ত বলেন, "তৃণমূল নেতা খুনে ঘটনা ন্যায় সংহিতা ৩০২ ধারায় ৭ জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করে জেলা আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৬ মাসের জেল।" একই সঙ্গে তিনি আরও দাবি করেন, পলাতক মূল অভিযুক্ত সুজিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করা হয়েছে।