Advertisment

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের ঝুলন্ত বারান্দা

এই প্রথম নয়। মাস দু'য়েক আগেই বর্ধমান স্টেশনের ৪ ও ৫ নম্বর প্লাটফর্মে ট্রেন ধরতে যাওয়ার হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে গুরুতর জখম হয়েছিলেন ১১ জন যাত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভেঙে পড়েছে বর্ধমান স্টেশনে প্রবেশের মুখের ঝুলন্ত বারান্দা।

মেরামতির কাজ চলছিল। তার মধ্যেই শনিবার সন্ধ্যায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান স্টেশনে প্রবেশের মুখের ঝুলন্ত বারান্দা। ঘটনায় কেউ হতাহত না হলেও দু'জন গুরুতর আহত বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। তাদের বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

Advertisment

রেলের দাবি, এই ঘটনার জেরে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিকই রয়েছে। কেন এই ধরনের বিপদ ঘটল তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল। রাতেই ঘটনাস্থলে যান রেলের হাওড়া ডিভিশনের ম্যানেজার ইশাক খান। তিনি জানিয়েছেন, 'কেন এমন ঘটল তা পরীক্ষা করে দেখা হবে। ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক। রেলের মূল আগ্রাধিকার যাত্রী নিরাপত্তা।'

আরও পড়ুন: বর্ধমান স্টেশনে পদপিষ্ট, জখম ১১ যাত্রী

বর্ধমান স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশের মুখেই ছিল ঝুলন্ত বারান্দাটি। সেখানে মেরামরিত কাজ চলছিল। শনিবার সকালেই স্টেশন পরিদর্শন করেন রেলের হাওড়া ডিভিশনের কর্তারা। ফলে ওই জায়গা আগে থেকেই ফাঁকা করে দেওয়া হয়েছিল। পুরনো নির্মাণ হওয়ায় সন্ধ্যায় বারান্দাটি থেকে ইট-সুরকি খসতে পড়তেও দেখা যায়। তারপরই ধসে পড়ে বারান্দাটির কাঠামোটি। ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতেই ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী স্বপণ দেবনাথ।

এই প্রথম নয়। মাস দু'য়েক আগেই বর্ধমান স্টেশনের ৪ ও ৫ নম্বর প্লাটফর্মে ট্রেন ধরতে যাওয়ার হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে গুরুতর জখম হয়েছিলেন ১১ জন যাত্রী। আহত যাত্রীদের মধ্যে দু’জন শিশু ও একজন মহিলা ছিলেন।

Red the full story ion English

indian railway West Bengal
Advertisment