Advertisment

Arjun Singh-BJP: আজ দিল্লি যাচ্ছেন, শুক্রবার বিজেপিতে যোগদান, অর্জুন ব্যারাকপুর থেকেই ফের প্রার্থী?

Lok Sabha Election 2024-Arjun Singh: অর্জুন সিং যে এবারেও লোকসভা ভোটে বারাকপুর থেকেই প্রার্থী হচ্ছেন সেটা তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই দাবি করেছিলেন তিনি। তবে কোন দল থেকে তিনি দাঁড়াতে পারেন সেব্যাপারে আগাম কিছু জানাননি এই বাহুবলী নেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
Barrackpur mp Arjun singh may join bjp updates, বিজেপিতে ঘরওয়াপসি অর্জুন সিংয়ের।

BJP: ফের ঘরওয়াপসি অর্জুন সিংয়ের?

Arjun Singh-BJP: জল্পনার অবসান। BJP-তেই আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন অর্জুন সিং (Arjun Singh)। লক্ষ্মীবারের দুপুরে তাঁর ফুল বদলের খবর নিজেই জানিয়েছেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ। লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) তৃণমূল তাঁকে প্রার্থী না করায় সরাসরি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন অর্জুন। এরপর থেকেই অর্জুনের পদ্ম-যোগ নিয়ে নানা চর্চা চলছিল। এতে ইন্ধনও দিচ্ছিলেন খোদ এই দাপুটে নেতা। শেষপর্ষন্ত সেই রহস্যের কিনারা হল।

Advertisment

বৃহস্পতিবার দুপুরে অর্জুন সিং বলেন, 'আমি বিজেপিতে যোগ দিচ্ছি। আজ (বৃহস্পতি) দিল্লিতে যাচ্ছি। শুক্রবার যোগদান করব।' অর্জুন একা নন, তাঁর সঙ্গে বিজেপিতে যোগদান করবেন তৃণমূলের আরও এক নেতা। দাবি করেছেন বিদায়ী সাংসদ। এছাড়াও ব্যারাকপুরেরও হাজার হাজার মানুষও বিজেপিতে যোগ দেবেন বলে জানিয়েছেন অর্জুন সিং। তবে ব্যারাকপুর থেকে বিজেপি তাঁকে ফের প্রার্থী করবে কিনা তা দলের বিষয় বলে দাবি করেছেন অর্জুন। বলেছেন, 'আশা করছি আরও পাঁচ বছর ব্যারাকপুরের মানুষের সেবা করতে পারব।'

আরও পড়ুন- Arjun Singh: অর্জুনের ‘পদ্ম-প্রেম’ রুখতে আপ্রাণ চেষ্টা! নাড্ডাদের ‘কান ভাঙাতে’ আসরে কে? জানলে আশ্চর্য হবেন!

দুয়ারে লোকসভা ভোট। বারাকপুরের (Barrackpur) বিদায়ী সাংসদ অর্জুন সিং। খাতায়-কলমে বিজেপির সাংসদ হলেও অর্জুন সিং তৃণমূলে যোগ দিয়েছিলেন। তবে রাজ্যের শাসকদল লোকসভা ভোটের জন্য যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাতে নাম নেই অর্জুনের। এতেই জোড়ফুলে মোহভঙ্গ অর্জুনের। তাঁর নিজস্ব কার্যালয়ের দেওয়াল থেকে তড়িঘড়ি সরে যায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি। বদলে এসেছে মোদী-শাহের ছবি।

আরও পড়ুন- CPIM probable Candidate List 2024: বামেদের বড় চমক! কোন কেন্দ্রে কে? একনজরে CPIM-এর সম্ভাব্য প্রার্থী তালিকা

সূত্রের খবর, বৃহস্পতিবার BJP এরাজ্যে দ্বিতীয় পর্বের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। এমনকী সেই তালিকায় ব্যারাকপুর কেন্দ্র থেকে অর্জুন সিংয়ের নাম থাকারও সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া অর্জুন নিজেও এব্যাপারে বিজেপির রাজ্য নেতৃত্বের একাংশের পাশাপাশি দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের সঙ্গেও কয়েক পর্বে কথা বলেছেন বলে খবর।

তবে তিনি যে এবারেও লোকসভা ভোটে ব্যারাকপুর থেকেই প্রার্থী হচ্ছেন সেটা তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই দাবি করেছিলেন অর্জুন। তবে কোন দল থেকে তিনি দাঁড়াচ্ছেন তা স্পষ্ট করেননি। অর্জুন সিং দিন কয়েক আগেই বলেছিলেন, 'ব্যারাকপুর দু'জন চেনে। একটা তড়িৎবাবু (তড়িৎ তোপদার) এবং তারপরে আমি। ব্যারাকপুরের বাইরে আমি কিছু ভাবি না। পার্থ ভৌমিকের (বারাকপুরের তৃণমূল প্রার্থী) বিরুদ্ধে দাঁড়াচ্ছি। এটা নিশ্চিত।'

bjp Arjun Singh loksabha election 2024
Advertisment