Baruipur News: নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, দুই অভিযুক্তের নাটকীয় গ্রেফতারি চর্চায়!

rape case: নাবালিকা অসুস্থ হয়ে পড়তেই বিষয়টি প্রকাশ্যে আসে। বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার।

rape case: নাবালিকা অসুস্থ হয়ে পড়তেই বিষয়টি প্রকাশ্যে আসে। বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার।

author-image
Mina Mondal
New Update
Baruipur Durga Puja  ,minor rape  ,boyfriend and friends,  drugged beverage  ,blackmailing,  Baruipur Police  ,Baruipur Sub-Divisional Hospital,  Sitalakundu,  rape case , police arrest,বারুইপুর দুর্গাপুজো,  নাবালিকা ধর্ষণ  ,প্রেমিক ও বন্ধুদের দ্বারা ধর্ষণ  ,মাদক সেবন , ব্ল্যাকমেইলিং,  বারুইপুর থানা  ,বারুইপুর মহকুমা হাসপাতাল,  সীতাকুণ্ডু,  ধর্ষণ মামলা  ,পুলিশ গ্রেফতার

Baruipur Police Station: বারুইপুর থানা।

দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে প্রেমিক ও তার দুই বন্ধুর দ্বারা গণধর্ষণের শিকার নবম শ্রেণীর এক ছাত্রী। গত ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমীর রাতে বারুইপুর শাসন বালক সংঘের ঠাকুর দেখে বেরিয়ে বারুইপুর কামালগাজি বাইপাসে যায় নির্যাতিতা নবম শ্রেণীর ওই ছাত্রী। তখন তার সঙ্গেই ছিল তার প্রেমিক-সহ বাকিরা। জানা গিয়েছে, মাস দেড়েক আগেই বারুইপুরের এক নাবালকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় নির্যাতিতা নবম শ্রেণীর ছাত্রীর। তারপর একে অপরের প্রতি আগ্রহ বাড়ে তাদের। 

Advertisment

ক্রমেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের ভরসাতেই মহাষ্টমীর রাতে বারুইপুর বাইপাস থেকে প্রেমিকের বাইকে ওঠে নির্যাতিতা। তখন প্রেমিক ছাড়াও আরও একটি বাইকে প্রেমিকের দু'জন বন্ধু ছিল। বারুইপুর শাসন বাইপাস থেকে সোজা বাইকে করে নির্যাতিতাকে বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর কাটাখাল বাইপাসে নিয়ে যায় তার প্রেমিক। সেখানে নির্যাতিতাকে কোল্ড ড্রিংকসের সঙ্গে মাদক মিশিয়ে খাওয়ানো হয় বলে অভিযোগ। 

আরও পড়ুন- West Bengal News Live Updates: 'আমিই সম্মতি দিইনি', হাসপাতালের বেডে বসেই মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ এড়ানোর গল্প শোনালেন শঙ্কর ঘোষ

Advertisment

তারপর বেগমপুর কাটাখাল বাইপাস থেকে উত্তরভাগের রাস্তায় যাওয়ার পথেই নির্জন গলিতে ঢুকে নির্যাতিতাকে ধর্ষণ করে তার প্রেমিক, এমনই অভিযোগ মেয়েটির পরিবারের। সেই সময়ের ভিডিও তুলে নির্যাতিতা নাবালিকাকে ব্ল্যাকমেইল করে প্রেমিকের দুই বন্ধুও। পরে তারাও তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। তারপর রাতেই নির্যাতিতা নাবালিকাকে সীতাকুণ্ডুর কাছে তার আত্মীয়ের বাড়ির কাছে রেখে দিয়ে চলে যায় প্রেমিক।

গত ১ অক্টোবর নবমীর সকাল থেকেই অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতা। নির্যাতিতার পরিবারের লোকজনকে খবর দেয় তার আত্মীয়রা। নবমীর দুপুরে নির্যাতিতাকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে তার পরিবারের লোকজন। নির্যাতিতার পরিবার বারুইপুর থানায় ২ অক্টোবর অভিযোগ দায়ের করে। 

আরও পড়ুন-Bangladeshi Arrested:ভারতীয়কে বাবা বানিয়ে আধার-ভোটার কার্ড তৈরি, অতর্কিতে হানায় গ্রেফতার বাংলাদেশি-সহ ২

৩ অক্টোবর ওই নাবালককে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে ৪ তারিখে তার এক বন্ধু আরমান আকুঞ্জকেও গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। তবে এখনও অধরা আরও এক অভিযুক্ত। নাবালক প্রেমিককে জুভেনাইল আদালতে তোলে বারুইপুর থানার পুলিশ। এরই পাশাপাশি নাবালক প্রেমিকের বন্ধু আরমান আকুঞ্জকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে তৃতীয় অভিযুক্তকে ধরার চেষ্টা চালাচ্ছে বারুইপুর থানার পুলিশ। নির্যাতিতা নবম শ্রেণীর ছাত্রী এখনো বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন-Chingrikhali Fort:ডায়মন্ড হারবারের পুরনো কেল্লা, নদীগর্ভে বিলীন হতে চলা ঐতিহাসিক দুর্গের নেপথ্যে রহস্যে ঘেরা কাহিনী

Baruipur News rape Arrested