Baruipur Hospital: চূড়ান্ত অমানবিকতায় গর্জে উঠলেন সকলে! কলকাতার নাকের ডগায় হাড়হিম ঘটনা

Baruipur Hospital: রাস্তায় পড়ে থাকা এক মুমূর্ষ রোগীকে হাসপাতালের ভিতরে নির্মিয়মান ভবনের একতলায় সিঁড়ির কাছে ফেলে রাখার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

author-image
Mina Mondal
New Update
Baruipur hospital mismanagement

মুমূর্ষ রোগীকে হাসপাতালের ভিতরে নির্মিয়মান ভবনের একতলায় সিঁড়ির কাছে ফেলে রাখার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে Photograph: (অর্পণ মণ্ডল )

Baruipur Hospital:  অমানবিক চিত্র বারুইপুর মহকুমা হাসপাতালে। হাসপাতালের বেডে যার চিকিৎসা পাওয়ার কথা। তার ঠাই ভবনের নিচে আবর্জনার পাশে। 

Advertisment

রাস্তায় পড়ে থাকা এক মুমূর্ষ রোগীকে হাসপাতালের ভিতরে নির্মিয়মান ভবনের একতলায় সিঁড়ির কাছে ফেলে রাখার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অসহায় অবস্থায় সেই রোগী পড়ে রয়েছেন, দেখে জেনেও নীরব হাসপাতালের কর্মীরা। 

কথা বলার শক্তিটুকু নেই। পাশে পড়ে নোংরা কাপড়, চাদর। বাসিন্দাদের অভিযোগ, এর আগেও এক অসহায় পথচারী রোগীকে এভাবেই ফেলে রাখা হয়েছিল হাসপাতালে। কয়েক দিন পরে তাঁর মৃত্যুও হয়। 

বারুইপুর বিজেপির পশ্চিম মণ্ডল নেতা গৌতম চক্রবর্তী এই ব্যাপারে মানুষকে নিয়ে সোমবার থেকে হাসপাতালের সামনে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন। 

Advertisment

যদিও হাসপাতালের ফ্যাকাল্টি ম্যানেজার শ্যামল চক্রবর্তী বলেন,  আমরা ওই জায়গায় রোগীকে ফেলে রাখেনি। বাড়ির লোক ফেলে রেখে দিয়ে যায়। সকালেই বিষয়টি হাসপাতালে কর্মীদেরকে জানানো হয়েছিল তাকে বেডে দেওয়ার জন্য।এহেন অবস্থায় এক মুমূর্ষ রোগীকে দেখে অন্যান্য রোগীর আত্মীয়রা বিষয়টির সমালোচনায় সরব হন।  

news in west bengal news of west bengal