পুরো 'দাবাং' মুডে SP! পুলিশি নিরাপত্তা খতিয়ে দেখতে বাইকে শহর সফরে

পুলিশি নিরাপত্তা খতিয়ে দেখতে সপ্তমীর রাতে বাইক সফরে পুলিশ সুপার।

পুলিশি নিরাপত্তা খতিয়ে দেখতে সপ্তমীর রাতে বাইক সফরে পুলিশ সুপার।

IE Bangla Web Desk & Nilotpal Sil
New Update
Baruipur police super rides bike check the police security during the Durga Puja

বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি।

কিছুদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলার দায়িত্ব নিয়েছেন পলাশচন্দ্র ঢালি। বারুইপুর পুলিশ জেলায় তাঁর কার্যকাল শুরুর কিছুদিনের মধ্যেই এসে পড়েছে দুর্গাপুজা। পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের সুষ্ঠুভাবে ঠাকুর দেখার বন্দোবস্ত করা হযেছে পুলিশের তরফে। তবে নিরাপত্তা ব্যবস্থা কতটা পাকাপোক্ত হয়েছে তা খতিয়ে দেখতে এবার নিজেই বাইকে শহর ঘুরলেন পুলিশ সুপার।

Advertisment

পুজোর রাতে শহর ঘুরে পুলিশি নিরাপত্তা খতিয়ে দেখলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি। শুধু তিনিই নন, অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে বারুইপুরের এসডিপিও-সহ উচ্চপদস্থ পুলিশ কর্তারা বাইকে ঘুরে শহরের পুলিশি নিরাপত্তা খতিয়ে দেখেছেন। নিজেই বাইক চালিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছেন পুলিশ সুপার।

আরও পড়ুন- বঙ্গতনয়ার অবিস্মরণীয় কীর্তি! ‘সেরার সেরা’ শিরোপা ছুঁয়ে বাংলার মুখ উজ্বল করলেন অনুষ্কা

Advertisment

উৎসবের দিনগুলিতে বরাবরই বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয় পুলিশের তরফে, এবারও যার কোনও অন্যথা হয়নি। বিভিন্ন জায়গায় পুলিশ অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে কিনা বা পুলিশ বুথগুলিতে পুলিশ কর্মীরা সতর্ক আছেন কিনা কিংবা কোন কোন কোন জায়গায় যানজট বেশি হচ্ছে তা খতিয়ে দেখতেই এবার সরেজমিনে শহর ঘুরলেন পুলিশ সুপার।

আরও পড়ুন- দুর্যোগের ছায়া দুর্গাপুজোয়! শারদ আনন্দ ভেস্তে দিতে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?

বারুইপুরের পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, "বারুইপুর জেলা পুলিশের পুরো টিম বাইকে বেরোয়। পুলিশি অ্যারেঞ্জমেন্ট খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফে গাইডম্যাপ তৈরি করা হয়েছিল। ভিড় নিয়ন্ত্রণ করতেই আমাদের এই তৎপরতা। ট্রাফিক ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। সুষ্ঠুভাবে যাতে সবাই পুজো দেখতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে।"

South 24 Pgs West Bengal Durgapuja