Basanti Murder : বউদির কাটা মুন্ডু হাতে দাপিয়ে বেড়াল দেওর, গোটা গল্পটা জানলে আঁতকে উঠবেন!

gruesome killing: গা শিউরে ওঠার মতো এই দৃশ্য দেখে পুলিশ আধিকারিকরাও হতভম্ব হয়ে গিয়েছিলেন। তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল গোটা এলাকায়।

gruesome killing: গা শিউরে ওঠার মতো এই দৃশ্য দেখে পুলিশ আধিকারিকরাও হতভম্ব হয়ে গিয়েছিলেন। তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল গোটা এলাকায়।

author-image
Mina Mondal
New Update
Basanti murder  ,beheaded sister-in-law,  Bimal Mondal,  Sati Mondal,  South 24 Parganas,  domestic dispute  ,gruesome killing  ,surrendered at police station,বাসন্তী খুন,  বউদির মুন্ডু কাটা,  বিমল মণ্ডল,  সতী মণ্ডল,  দক্ষিণ ২৪ পরগনা  ,পারিবারিক বিবাদ , নৃশংস হত্যা,  থানায় আত্মসমর্পণ,South 24 Parganas News,west bengal news today,latest bengali news

South 24 Parganas News: এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

gruesome killing:বউদির মাথা কেটে খুন দেওরের। তারপর সেই কাটা মুন্ডু নিয়েই রাস্তায় হাঁটতে শুরু করে যুবক।শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ৬ নম্বর ভরতগড়ের এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। তবে ঠিক কী কারণে এই নৃশংস খুন তা এখনও স্পষ্ট হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই বউদিকে খুন করেছে অভিযুক্ত যুবক। 

Advertisment

হাড়হিম করা ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। পারিবারিক বিবাদের জেরেই নিজের বউদির মুন্ডু কেটে নৃশংস খুন দেওরের। খুনের পর সেই কাটা মুন্ডু হাতে লম্বা রাস্তা ধরে হাঁটতে দেখা যায় যুবককে। গা শিউরে ওঠার মতো সেই দৃশ্য মোবাইলবন্দিও করেন অনেকে। শেষমেষ পুলিশ পৌঁছে ওই যুবককে গ্রেফতার করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম বিমল মণ্ডল। শনিবার সকালে ওই যুবককে একটি কাটা মন্ডু হাতে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। এক হাতে কাটা মুন্ডু অপর হাতে ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় হাঁটতে দেখা যায় ওই যুবককে। কারও সঙ্গে কোনও কথা না বলে নিজের মনেই রাস্তার ধার দিয়ে হাঁটতে থাকে ওই যুবক।

Advertisment

আরও পড়ুন- Kolkata News Live Updates: কেষ্ট আছেন কেষ্টতেই! পুলিশি তলবেও গরহাজির অনুব্রত, পাঠালেন আইনজীবীকে

ভয়াবহ গা শিউরে ওঠার মতো সেই দৃশ্য দেখতে রীতিমতো ভিড় জমে যায় তার পিছনে। অত্যুৎসাহী কয়েকজন যুবক বাইকে চেপে ওই যুবকের পিছু নিতে শুরু করে। কেউ কেউ বাইকে বসেই মোবাইলবন্দি করতে থাকে সেই নৃশংস দৃশ্য। রাস্তার ধার ধরে হেঁটে যেতে থেকে বিমল। আশেপাশের বাসিন্দারা আতঙ্কে ঘরের জানালা-দরজা পর্যন্ত বন্ধ করে দেন। এদিকে ততক্ষণে এই ঘটনার খবর পৌঁছে গিয়েছে বাসন্তী থানায়।

আরও পড়ুন- Malda News: তৃণমূল নেতার মেয়ের সরকারি চাকরি, সুকান্ত ফোঁস করতেই মন্ত্রী বললেন, 'আপনার ছেলেকেও দিতে পারি'

তড়িঘড়ি পুলিশকর্মীরা এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরেই বউদিকে নৃশংসভাবে খুন করেছে বিমল মণ্ডল। তবে নারকীয় এই হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এমনকী অভিযুক্ত যুবক বিমল মণ্ডলের মানসিক অবস্থা নিয়েও ধন্দে রয়েছেন তদন্তকারীরা। আপাতত সবদিক খোলা রেখেই এগোচ্ছে তদন্তের কাজ। এলাকার বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Murder South 24 Pgs Bengali News Today