Advertisment

Travel: পাহাড়ি গ্রামের চিত্তাকর্ষক শোভায় মন মোহিত হবে! বর্ষায় উত্তরবঙ্গ বেড়ানোর সেরা ঠিকানা এটিই

Offbeat Locations in North Bengal: বিশেষ এই প্রতিবেদনে উত্তরবঙ্গের আরও এক দুরন্ত অফবিট লোকেশনের হদিশ মিলবে। উত্তরবঙ্গের নজরকাড়া অফবিট লোকেশনগুলির মধ্যে অন্যতম এটি। দিন কয়েকের ছুটিতে পারল একবার ঢুঁ মেরেই আসুন। দার্জিলিংয়ের খুব কাছের এই এলাকা এককথায় অসাধারণ।

author-image
Nilotpal Sil
New Update
Rangeet Majua in Mane Bhanjang Beautiful Monsoon Locations In North Bengal, রঙ্গিত মাজুয়া, দার্জিলিং, অফবিট লোকেশন

Travel: পাহাড় কোলের অপরূপ এই গ্রামের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের প্রেমে পড়ে যাবেন।

Beautiful Monsoon Locations In North Bengal: বেড়ানোর তালিকায় বাঙালির বরাবরের জন্য হট ফেভারিট উত্তরবঙ্গ। এতল্লাটের একের পর এক চিত্তাকর্ষক সব জায়গা মনকে মোহিত করে দেয়। বিশেষ এই প্রতিবেদনে উত্তরবঙ্গের আরও এক দুরন্ত অফবিট লোকেশনের হদিশ মিলবে। উত্তরবঙ্গের নজরকাড়া অফবিট লোকেশনগুলির মধ্যে অন্যতম এটি। দিন কয়েকের ছুটিতে পারলে একবার ঢুঁ মেরেই আসুন। দার্জিলিংয়ের খুব কাছের এই এলাকা এককথায় অসাধারণ।

Advertisment

এই বর্ষায় ঘুরে আসুন নেপাল সীমান্তের মানেভঞ্জন থেকে। এখানেই রয়েছে রঙ্গিত মাজুয়া গ্রাম। পাহাড়ি গ্রামের নৈঃস্বর্গিক সৌন্দর্য্য আপনাকে মোহিত করে দেবে। সবুজে সবুজ দিয়ে সাজানো এই গ্রামের অপরূপ শোভা লেখনিতে বর্ণনা করা বেশ কঠিন। আকাশ পরিষ্কার থাকলে এই গ্রামের সবদিক থেকেই দেখা মিলে সুন্দরী কাঞ্চনজঙ্ঘার।

পাহাড়ি গ্রামের বুক চিরে বয়ে গিয়েছে ছোট্ট রঙ্গীত নদী। দিনভর নদীর জলের কুল-কুল শব্দ গোটা এলাকায় অদ্ভুত এক মাদকতা এনে দেয়। এখানে দেখা মিলবে নাম না জানা বহু পাখির দলের। দিন কয়েকের ছুটিতে বেড়ানোর জন্য উত্তরবঙ্গের এই প্রান্ত একেবারে পারফেক্ট চয়েজ।

আরও পড়ুন- Digha: এখবরে ভ্রমণপিপাসুদের মনে সুনামি বইবে! মাত্র ৪৫ টাকায় হাওড়া থেকে দিঘা, কীভাবে? জানুন ঝটপট

কীভাবে যাবেন রঙ্গিত মাজুয়া গ্রামে?

কার্শিয়াং হয়ে পৌঁছাতে পারেন এতল্লাটে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি ভাড়া করে নিয়ে পৌঁছে যেতে পারেন এই লোকেশনে।

এখানে থাকবেন কোথায়?

থাকার জন্য এখানে কয়েকটি হোম স্টে রয়েছে। সেগুলি পরিচালনা করে থাকেন স্থানীয় বাসিন্দারাই। চাইলে সেগুলোতেই থাকতে পারেন। তবে আগে থেকে বুকিং করে যাওয়াই ভালো। পর্যটকদের সুবিধার্থে কয়েকটি হোম স্টের নাম এবং ফোন নম্বর দেওয়া হল।

আরও পড়ুন- Travel: কলকাতার কাছেই ফাটাফাটি ৫ নতুন সমুদ্র সৈকত আবিষ্কার! বাংলার পর্যটনের মুকুটে নয়া পালক!

Rangeet Majua Queens Land Homestay- 9831311606
Rangeet Homestay- 089180 34912
Himalayan Eco Retreats- 9874439571

আরও পড়ুন- Indian Railways: ট্রেনে কনফার্ম টিকিট আপনার, সিটে অন্য কেউ? সহজ এই কাজেই আসনের দখল নিন

tourism north bengal Offbeat Darjeeling Rangeet Majua Mane Bhanjang
Advertisment