Advertisment

Martyr's Day July 21: বিরিয়ানি না মাংস-ভাত? তৃণমূলের সভায় মনটা বড্ড টানে কোনটা? সটান উত্তর যুবকের

TMC martyr's day: আজ তৃণমূলের শহিদ দিবস। ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের এই অনুষ্ঠান আজ ৩১ বছরে পা দিল। ফি বারের ছবি এবারেও। দূরের জেলাগুলি থেকে কাতারে কাতারে তৃণমূলের কর্মী-সমর্থকরা এসে ভিড় জমিয়েছেন কলকাতায়। সকাল থেকে মহানগরীতে জনস্রোত। হাওড়া ও শিয়ালদহ স্টেশনে বিশেষ ক্যাম্পের বন্দোবস্ত তৃণমূলের।

author-image
IE Bangla Web Desk
New Update
Before going to Tmc martyrs day rally workers of the party takes meal, তৃণমূলের শহিদ সভা

TMC martyr's day: চলছে রান্নাবান্না। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

Martyr's Day rally: ধর্মতলায় জনস্রোত। তৃণমূলের একুশে জুলাইয়ের শহিদ সমাবেশকে কেন্দ্র করে উপচে পড়া ভিড় মহানগরীতে। দূর দূরান্ত থেকে এসেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। সভায় যোগের আগে খাওয়া-দাওয়া। বিরিয়ানি না মাংস-ভাত? তৃণমূলের সভায় এলে কোনটা চাইই চাই? রাগঢাক না রেখে সাফ জানিয়ে দিলেন তৃণমূলের এক কর্মী।

Advertisment

সভা শুরুর আগে শহরের রাস্তার একপাশে রীতিমতো উনুন জ্বালিয়ে রান্নাবান্না। কর্মীরাই করছেন এসব ঢালাও আয়োজন। চটজলদি রান্না সেরেই ডেস্টিনেশন ধর্মতলা। মাংস রান্না করতে করতে এক তৃণমূল কর্মী বললেন, "আমাদের জন্য মাংস ভাতই ভালো। কত দূর থেকে কলকাতায় এসেছি। বিরিয়ানি খেলে যদি পেট খারাপ হয়? তখন এখানে কী করব? তাই মাংস-ভাতই ঠিকঠাক।" ওই কর্মীর সঙ্গে থাকা অন্যান্যরাও তাঁর সঙ্গে একমত। তবে শুধু মাংস-ভাত নয়, তাঁদের আজকের মেনুতে রয়েছে ডাল, সবজি, পাপড় একটা তরকারিও।

এদিকে, সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে ধর্মতলার মূল সভাস্থলে। ইতিমধ্যেই তৃণমূলের একাধিক নেতা মঞ্চে হাজির হয়েছেন। মঞ্চে এসে পৌঁছেছেন তৃণমূল নেতা সুব্রত বক্সী। শহরের বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন- 21 July TMC Martyrs Day Live Updates: শুরু তুমুল বৃষ্টি! শুরুর আগেই তাল কাটল ২১-র সভার

আরও পড়ুন- TMC martyr’s day: একুশের সভায় তোলপাড় ফেলা দলবদল? ভাবতেই পারবেন না এমন কিছু ঘটতে চলেছে?

একেবারে সামনের সারিতে বসার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে। সব মিলিয়ে ঐতিহাসিক সমাবেশের সাক্ষী থাকতে চলেছে ধর্মতলা। বিভিন্ন সাজে সজ্জিত হয়ে কর্মী-সমর্থকরা মূল মঞ্চের সামনে হাজির হয়েছেন।

Shahid Diwas TMC martyr's day tmc
Advertisment