Jana Garjan Sabha, Brigade Ground Updates: শনিবার মোদীর মঞ্চে প্রথম প্রকাশ্য দলীয় সভায় প্রাক্তন বিচারপতি তৃণমূলকে 'দুবৃত্তের' দল বলে কটাক্ষ করেছিলেন। বাংলা থেকে জোড়-ফুলকে উপড়ে ফেলার শপথের আর্জি জানিয়েছিলেন। রবিবার ব্রিগেডে 'জনগর্জন সভায়' মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের অন্যতম নিশানা ছিলেন অভিজিৎবাবু। তাঁর নাম নেননি মুখ্যমন্ত্রী। তবে, 'কেউটে' বলে কটাক্ষ করেন। অভিষেক বলেন, 'মোদীজির ভারতে চোরেরা, খুনিরা বিচারপতিদের উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানাচ্ছে। এর বিরুদ্ধে জবাব দিন।'
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'বিচারবিভাগকে সম্মান করি। কিন্তু কেউ কেউ চেয়ারে কেউটে হয়ে বসেছিল। তাদের স্বরূপ এখন প্রকাশ্যে আসছে। এবার জনতা বিচার করবে।' তৃণমূলের 'সেনাপতি' অভিষেক বলেছেন, 'আমি বিচারপতি নিয়ে কিচ্ছু বলব না। শুধু বলব আগে আমাদের দেশে কেউ চুরি করলে বা খুন করে বিচারপতিরা তাঁদের জেলে পাঠাতেন। আজ মোদীজির ভারতে চোরেরা, খুনিরা বিচারপতিদের উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানাচ্ছে। এর বিরুদ্ধে জবাব দিন।'
ব্রিগেডে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে 'জনগর্জন' সভায় এদিন শুরু থেকেই বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রদায়িকতা ইস্যুতে কটাক্ষ করেন মোদী সরকারকে। সিএএ নিয়েও তোপ দাগেন। বলেন, 'কেন্দ্র ভোটের আগে বলছে আপনাদের ক্যা দেবে। ক্যা দেবে না ওরা ব্যা দেবে। তার মানে ব্যাক আউট করবে। অর্থাৎ পিছু হটবে।'
১০০ দিনের কাজ নিয়ে মোদী সরকারকে আক্রমণ করে মমতা বললেন, ‘টাকাই তো দাওনি, খাবে কোথা থেকে? জিজ্ঞেস করুন, ২১-২২, ২২-২৩ অর্থবর্ষে ১০০ দিনে র কোনও টাকাই দেয়নি ১০০ দিনের কাজের। ৫৯ লক্ষ লোককে টাকা আমরা দিয়েছি, আপনারা দেননি। না দিয়েই বলছেন খেয়ে ফেলেছে।’ আবাস যোজনা নিয়েও সরব মমতা। বলেন, ‘মোদীবাবু কথা বলছেন কিছু অফিসারের কথায়। তথ্যটা যাচাই করে নিন। ৪৩ হাজার বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম। ১১ লক্ষ মানুষকে বাড়ি দেননি। ১ মে-র মধ্যে টাকা না দিলে, বাড়ি আমরা তৈরি করে দেব।’
ব্রিগেডে অভিষেকের গর্জন
ব্রিগেডে তৃণমূলের (Brigade Rally) 'জনগর্জন সভা' (Jana garjana sabha)। থেকে বিজেপিকে চাঁচাছোলা নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পদ্ম নেতাদের ফের 'বহিরাগত' বলে তোপ দাগেন তিনি। বলেন, 'কেউ বলছে, তৃণমূল একে একে ছেড়ে চলে যাচ্ছে, ক'দিন পর তৃণমূল দলটাই থাকবে না। আমরা ঠিক করেছিলাম, এদের কাছে টাকা-পয়সা আছে, ইলেকশন কমিশন আছে, ইডি-সিবিআই আছে। তৃণমূলের কাছে মানুষ আছে। একটা প্রতিযোগিতা হোক। আগামীর রায় বাংলা-বিরোধীরা বিদায়। কেন্দ্র বাংলাকে বঞ্চিত করে। ন্যায্য পাওনা দেয় না। কিন্তু আপনাদের টাকা আপনারা পাবেন। পঞ্চায়েত ভোটের এক মাসের মধ্যে ব্যবস্থা আমরা করব বলেছিলাম। করেছি। আজও করব।' তাঁর স্লোগান, ‘জনভারত গর্জন। বিরোধীদের বিসর্জন।’
মঞ্চ থেকেই অভিষেক জানতে চান, ‘আগে চোর চুরি করে জেলে যেত, এখন চুরি করে বিজেপিতে যায়। এটাই মোদীর গ্যারান্টি। ১৫ লক্ষ টাকা দেননি কাউকে, মোদীর জিরো গ্যারান্টি। আর একজন টালির চাল থেকে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছিলেন। ১২ বছর মুখ্যমন্ত্রী হওয়ার পরও আজও সেই টালির চালে থেকে, হাওয়াই চপ্পল পরে ১০ কোটি মানুষের উন্নয়নের ধারা পরিচালনা করছেন। আপনি কার গ্যারান্টিতে বিশ্বাস করেন?’
দুপুর পৌনে একটা নাগাদ সভামঞ্চে এসে ব়্যাম্পে হেঁটে জনসংযোগ সারেন তিনি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই ভাষণ দেন তৃণমূলের 'সেনাপতি'।
ব্রিগেডের ‘জনগর্জন সভা’ মঞ্চে বক্তব্যে শুরুেই চমকের কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য শেষে তৃণমূলের প্রার্থী তালিকায় সেই চমক ধরা পড়ল। বাংলার ৪২ কেন্দ্রেই লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করা হল। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্রার্থীদের নাম ঘোষণা করছেন তখন রচনা, জুনদের নিয়ে ব়্যাম্পে হাঁটলেন মমতা। এবার তৃণমূলের বড় চমক প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের তৃণমূলে যোগদান ও প্রার্থী হওয়া। বহরমপুর কেন্দ্রে অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়াই করবেন ইউসুফ। রচনা বন্দ্যোপাধ্যায় লড়বেন হুগলী থেকে, জুন মালিয়া মেদিনীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখযোগ্যভাবে বাদ, অর্জুন সিং, নুসরত জাহান ও মিমি চক্রবর্তী। অর্জুনের বদলে ব্যারাকপুর কেন্দ্রে লড়বেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক।
একনজরে বাংলার ৪২ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তালিকা-
- কোচবিহার- জগদীপ বসুনিয়া
- আলিপুরদুয়ার- প্রকাশচিক বরাইক
- জলপাইগুড়ি- নির্মল চন্দ্র রায়
- দার্জিলিং- গোপাল লামা
- রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী
- বালুরঘাট- বিপ্লব মিত্র
- মালদা উত্তর- প্রসূন ব্যানার্জী
- মালদা দক্ষিণ- শাহনওয়াজ আলি রেহান
- জঙ্গিপুর- খলিলুর রহমান
- বহরামপুর- ইউসুফ পাঠান
- মুর্সশিদাবাদ- আবু তাহের খান
- কৃষ্ণনগর- মহুয়া মৈত্র
- রানাঘাট- মুকুটমণি অধিকারী
- বনগাঁ- বিশ্বজিৎ দাস
- ব্যারাকপুর- পার্থ ভৌমিক
- দমদম- সৌগত রায়
- বারাসত- ডাঃ কাকলী ঘোষদস্তিদার
- বসিরহাট- হাজি নুরুল ইসলাম
- জয়নগর- প্রতীমা মণ্ডল
- মথুরাপুর- বাপি হালদার
- ডায়মণ্ড হারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায়
- যাদবপুর- সায়নী ঘোষ
- কলকাতা দক্ষিণ- মালা রায়
- কলকাতা উত্তর- সুদীপ ব্যানার্জী
- হাওড়া- প্রসূন ব্যানার্জী
- উলুবেড়িয়া- সাজদা আহমেদ
- শ্রীরামপুর- কল্যান ব্যানার্জী
- হুগলী- রচনা ব্যানার্জী
- আরামবাগ- মিতালী বাগ
- তমলুক- দেবাংশু ভট্টাচার্য
- কাঁথি- উত্তর বারিক
- ঘাটাল- দেব
- ঝাড়গ্রাম- কালীপদ স্মরণ
- মেদিনীপুর- জুন মালিয়া
- পুরুলিয়া- শান্তিরাম মাহাত
- বাঁকুড়া- অরূপ চক্রবর্তী
- বর্ধমান পূর্ব- ডাঃ শর্মিলা সরকার
- বর্ধমান দুর্গাপুর -কীর্তি আজাদ
- আসানসোল - শ্ত্রুঘ্ন সিনহা
- বোলপুর- অসিত মাল
- বীরভূমি- শতাব্দী রায়
- বিষ্ণুপুর- সুজাতা মণ্ডল
-
Mar 10, 2024 14:44 ISTপ্রার্থীদের নিয়ে ব়্যাম্প ওয়াক মমতার
দেখুন ভিডিও
-
Mar 10, 2024 14:43 ISTমমতার মুখে ফের 'খেলা হবে'
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তালিকা পড়া শেষ হতেই মাইক নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুললেন বহুপ্রসিদ্ধ 'খেলা হবে' স্লোগান। উজ্জীবিত করলেন দলের নেতা, কর্মীদের।
-
Mar 10, 2024 14:40 IST৪২ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তালিকা
* কোচবিহার- জগদীপ বসুনিয়া
* আলিপুরদুয়ার- প্রকাশচিক বরাইক
* জলপাইগুড়ি- নির্মল চন্দ্র রায়
* দার্জিলিং- গোপাল লামা
* রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী
* বালুরঘাট- বিপ্লব মিত্র
* মালদা উত্তর- প্রসূন ব্যানার্জী
* মালদা দক্ষিণ- শাহনওয়াজ আলি রেহান
* জঙ্গিপুর- খলিলুর রহমান
* বহরামপুর- ইউসুফ পাঠান
* মুর্সশিদাবাদ- আবু তাহের খান
* কৃষ্ণনগর- মহুয়া মৈত্র
* রানাঘাট- মুকুটমণি অধিকারী
* বনগাঁ- বিশ্বজিৎ দাস
* ব্যারাকপুর- পার্থ ভৌমিক
* দমদম- সৌগত রায়
* বারাসত- ডাঃ কাকলী ঘোষদস্তিদার
* বসিরহাট- হাজি নুরুল ইসলাম
* জয়নগর- প্রতীমা মণ্ডল
* মথুরাপুর- বাপি হালদার
* ডায়মণ্ড হারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায়
* যাদবপুর- সায়নী ঘোষ
* কলকাতা দক্ষিণ- মালা রায়
* কলকাতা উত্তর- সুদীপ ব্যানার্জী
* হাওড়া- প্রসূন ব্যানার্জী
* উলুবেড়িয়া- সাজদা আহমেদ
* শ্রীরামপুর- কল্যান ব্যানার্জী
* হুগলী- রচনা ব্যানার্জী
* আরামবাগ- মিতালী বাগ
* তমলুক- দেবাংশু ভট্টাচার্য
* কাঁথি- উত্তর বারিক
* ঘাটাল- দেব
* ঝাড়গ্রাম- কালীপদ স্মরণ
* মেদিনীপুর- জুন মালিয়া
* পুরুলিয়া- শান্তিরাম মাহাত
* বাঁকুড়া- অরূপ চক্রবর্তী
* বর্ধমান পূর্ব- ডাঃ শর্মিলা সরকার
* বর্ধমান দুর্গাপুর -কীর্তি আজাদ
* আসানসোল - শ্ত্রুঘ্ন সিনহা
* বোলপুর- অসিত মাল
* বীরভূমি- শতাব্দী রায়
* বিষ্ণুপুর- সুজাতা খাঁ
-
Mar 10, 2024 14:28 IST৪২ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তালিকা
* কোচবিহার- জগদীপ বসুনিয়া
* আলিপুরদুয়ার- প্রকাশচিক বরাইক
* জলপাইগুড়ি- নির্মল চন্দ্র রায়
* দার্জিলিং- গোপাল লামা
* রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী
* বালুরঘাট- বিপ্লব মিত্র
* মালদা উত্তর- প্রসূন ব্যানার্জী
* মালদা দক্ষিণ- শাহনওয়াজ আলি রেহান
* জঙ্গিপুর- খলিলুর রহমান
* বহরামপুর- ইউসুফ পাঠান
* মুর্সশিদাবাদ- আবু তাহের খান
* কৃষ্ণনগর- মহুয়া মৈত্র
* রানাঘাট- মুকুটমণি অধিকারী
* বনগাঁ- বিশ্বজিৎ দাস
* ব্যারাকপুর- পার্থ ভৌমিক
* দমদম- সৌগত রায়
* বারাসত- ডাঃ কাকলী ঘোষদস্তিদার
* বসিরহাট- হাজি নুরুল ইসলাম
* জয়নগর- প্রতীমা মণ্ডল
* মথুরাপুর- বাপি হালদার
* ডায়মণ্ড হারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায়
* যাদবপুর- সায়নী ঘোষ
* কলকাতা দক্ষিণ- মালা রায়
* কলকাতা উত্তর- সুদীপ ব্যানার্জী
* হাওড়া- প্রসূন ব্যানার্জী
* উলুবেড়িয়া- সাজদা আহমেদ
* শ্রীরামপুর- কল্যান ব্যানার্জী
* হুগলী- রচনা ব্যানার্জী
* আরামবাগ- মিতালী বাগ
* তমলুক- দেবাংশু ভট্টাচার্য
* কাঁথি- উত্তর বারিক
* ঘাটাল- দেব
* ঝাড়গ্রাম- কালীপদ স্মরণ
* মেদিনীপুর- জুন মালিয়া
* পুরুলিয়া- শান্তিরাম মাহাত
* বাঁকুড়া- অরূপ চক্রবর্তী
* বর্ধমান পূর্ব- ডাঃ শর্মিলা সরকার
* বর্ধমান দুর্গাপুর -কীর্তি আজাদ
* আসানসোল - শ্ত্রুঘ্ন সিনহা
* বোলপুর- অসিত মাল
* বীরভূমি- শতাব্দী রায়
* বিষ্ণুপুর- সুজাতা খাঁ
-
Mar 10, 2024 14:12 ISTঅভিজিৎ গাঙ্গুলিকে 'কেউটে' কটাক্ষ মমতার
'বিচারবিভাগকে সম্মান করি। কিন্তু কেউ কেউ চেয়ারে কেউটে হয়ে বসেছিল। তাদের স্বরূপ এখন প্রকাশ্যে আসছে। এবার জনতা বিচার করবে।'
-
Mar 10, 2024 14:11 ISTগর্জনের শক্তি দিন: মমতা
জনতাকে মমতার প্রশ্ন, 'কেন্দ্রের অত্যাচারের বিরুদ্ধে আমরা যে গর্জন করব, তার শক্তি দেবে কে? আপনারাই তো দেবেন। ১৮টা আসন ওদের দিয়ে দেখেছেন তো। অত্যাচার কী ভাবে বেড়েছে। তার বিরুদ্ধে গর্জন করার শক্তি আমাদের দেবেন তো?'
-
Mar 10, 2024 14:10 ISTমেট্রোর উদ্বোধন মোদীর, সোচ্চার মমতা
'১৮ জনকে সাংসদ করেছিলেন। কেন্দ্র ধরে দেখুন কী কাজ হয়েছে। যে মেট্রো উদ্বোধন করছেন, সেটা আমার করে দেওয়া, উনি ফিতে কাটছেন। টাকাও আমার দিয়ে আসা। বাংলার সব বন্ধ করে দিয়েছে। আমাদের টাকা নিয়ে যাচ্ছে। আমাদের ফেরত দিচ্ছে না। আমরা পথশ্রী করে দিয়েছি। গঙ্গসাগর সেতু, ঘাটাল মাস্টার প্ল্যান সহ সব প্রজেক্ট আমরাই করব।'
-
Mar 10, 2024 14:09 ISTকোন্দ্রীয় বঞ্চনা, সরব মমতা
১০০ দিনের কাজ নিয়ে মোদী সরকারকে আক্রমণ করে মমতা বললেন, 'টাকাই তো দাওনি, খাবে কোথা থেকে? জিজ্ঞেস করুন, ২১-২২, ২২-২৩ অর্থবর্ষে ১০০ দিনে র কোনও টাকাই দেয়নি ১০০ দিনের কাজের। ৫৯ লক্ষ লোককে টাকা আমরা দিয়েছি, আপনারা দেননি। না দিয়েই বলছেন খেয়ে ফেলেছে।”
আবাস যোজনা নিয়েও সরব মমতা। বলেন, 'মোদীবাবু কথা বলছেন কিছু অফিসারের কথায়। তথ্যটা যাচাই করে নিন। ৪৩ হাজার বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম। ১১ লক্ষ মানুষকে বাড়ি দেননি। ১ মে-র মধ্যে টাকা না দিলে, বাড়ি আমরা তৈরি করে দেব।'
-
Mar 10, 2024 14:05 ISTমমতার CAA কটাক্ষ
'কেন্দ্র ভোটের আগে বলছে আপনাদের ক্যা দেবে। ক্যা দেবে না ওরা ব্যা দেবে। তার মানে ব্যাক আউট করবে। অর্থাৎ পিছু হটবে।' সিএএ নিয়ে মোদী সরকারকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
-
Mar 10, 2024 14:03 ISTগ্যাসের দাম নিয়ে মোদীকে নিশানা মমতার
'কখনও দেখেছেন নিজের লেজ নিজেই কাটছে, গাছের ডালে বসে নিজেই কাটছে? গ্যাসের দাম নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ১০০০ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। ভোট এলে ১০০ টাকা কমবে আর ভোট চলে গেলে ১০০০ টাকা বাড়বে গ্যাসের দাম। গ্যাসের দাম বাড়িয়ে ৭০ হাজার কোটি টাকা পকেটে ভরেছে। মনে ছিল না গরিব মানুষের কী হবে?'
-
Mar 10, 2024 14:03 ISTঅরুণ গোয়েলকে মমতার স্যালুট
'গতকাল ইলেকশন কমিশনার পদ থেকে অরুণ গোয়েলে পদত্যাগ করেছেন। বাংলার ওপর সন্ত্রাস চালানোর যে প্রচেষ্টা চলছে, তা তিনি মেনে নিতে পারেননি। তাঁকে আমরা স্যালুট জানাই। জেনে রাখবেন, কেন্দ্রীয় সরকারই ভোট পরিচালনা করছেন।'
-
Mar 10, 2024 13:55 ISTবক্তব্য শুরু মমতার, বললেন 'চমক আছে'
ব্রিগেডের 'জনগর্জন সভা' মঞ্চে বক্তব্য শুরু করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আমার বলার পরই রয়েছে চমক। বাংলার ৪২ কেন্দ্রের লোকসভা প্রার্থীদের নিয়ে আমি ব়্যাম্পে হাঁটবো। যা আগে কখনও হয়নি।'
-
Mar 10, 2024 13:48 ISTমঞ্চে নেত্রী মমতার সানিধ্যে 'সেনাপতি' অভিষেক
ভাষণ শেষ করেই ব্রিগেডের মঞ্চে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তৃণমূলের 'সেনাপতি' অভিষেক।
এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
Mar 10, 2024 13:46 ISTজায়ান্ট স্ক্রিনে ১০ মিনিটের একটি ভিডিও, বিজেপিকে নিশানা তৃণমূলের
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণের পর জায়ান্ট স্ক্রিনে ১০ মিনিটের একটি ভিডিও চালানো হয়েছে । বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে বিশ্বভারতী বিতর্ক, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীদের বিতর্কিত একের পর এক মন্তব্য, ছবি দেখিয়ে বিজেপিকে নিশানা তৃণমূলের। ভিডিও রয়েছে, বাংলার মনীষীদের সম্পর্কে বিজেপি নেতাদের বহু বিতর্কিত মন্তব্য়ও।
-
Mar 10, 2024 13:39 ISTচোর-খুনিরা বিচারপতিদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছে: অভিষেক
প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে অভিষেক বলেন, 'আমি বিচারপতি নিয়ে কিচ্ছু বলব না। শুধু বলব আগে আমাদের দেশে কেউ চুরি করলে বা খুন করে বিচারপতিরা তাঁদের জেলে পাঠাতেন। আজ মোদীজির ভারতে চোরেরা, খুনিরা বিচারপতিদের উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানাচ্ছে। এর বিরুদ্ধে জবাব দিন।'
-
Mar 10, 2024 13:38 ISTচোর-খুনিরা বিচারপতিদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছে: অভিষেক
প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে অভিষেক বলেন, 'আমি বিচারপতি নিয়ে কিচ্ছু বলব না। শুধু বলব আগে আমাদের দেশে কেউ চুরি করলে বা খুন করে বিচারপতিরা তাঁদের জেলে পাঠাতেন। আজ মোদীজির ভারতে চোরেরা, খুনিরা বিচারপতিদের উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানাচ্ছে। এর বিরুদ্ধে জবাব দিন।'
-
Mar 10, 2024 13:37 ISTঅভিষেকের হুঁশিয়ারি
'জনগর্জন কী, আজকে শুধু একটা ট্রেলার দেখালাম, ছবি পরে দেখাব।' হুঁশিয়ারি 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
-
Mar 10, 2024 13:36 ISTমমতা না থাকলে বাংলার কী হত? ব্যাখ্যা অভিষেকের
'বিবেকানন্দ না থাকলে, বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়ে বাংলার মাথা উঁচু করার মতো সন্ন্যাসীকে ভারত পেত না। নেতাজি না থাকলে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের নাড়িয়ে দিতেন না কেউ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নিজের নামটাও বাংলায় লিখতে পারতেন না। রাম মোহন রায় না থাকলে সতীদাহ প্রথা কোনও দিন বন্ধ হত না। মমতা না থাকলে আজও বাংলার কোটি কোটি মানুষকে, বিশেষত জঙ্গলমহলের অত্যাচারিত মানুষকে সিপিএম আর মাওবাদীদের বন্দুকের নলের কাছে মাথা নত করে বাঁচতে হত।'
-
Mar 10, 2024 13:35 ISTমমতা না থাকলে বাংলার কী হত? ব্যাখ্যা অভিষেকের
'বিবেকানন্দ না থাকলে, বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়ে বাংলার মাথা উঁচু করার মতো সন্ন্যাসীকে ভারত পেত না। নেতাজি না থাকলে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের নাড়িয়ে দিতেন না কেউ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নিজের নামটাও বাংলায় লিখতে পারতেন না। রাম মোহন রায় না থাকলে সতীদাহ প্রথা কোনও দিন বন্ধ হত না। মমতা না থাকলে আজও বাংলার কোটি কোটি মানুষকে, বিশেষত জঙ্গলমহলের অত্যাচারিত মানুষকে সিপিএম আর মাওবাদীদের বন্দুকের নলের কাছে মাথা নত করে বাঁচতে হত।'
-
Mar 10, 2024 13:34 ISTমোদী, নাকি দিদির গ্যারান্টি নেবেন?', প্রশ্ন অভিষেকের
'আগে চোর চুরি করে জেলে যেত, এখন চুরি করে বিজেপিতে যায়। এটাই মোদীর গ্যারান্টি। ১৫ লক্ষ টাকা দেননি কাউকে, মোদীর জিরো গ্যারান্টি। আর একজন টালির চাল থেকে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছিলেন। ১২ বছর মুখ্যমন্ত্রী হওয়ার পরও আজও সেই টালির চালে থেকে, হাওয়াই চপ্পল পরে ১০ কোটি মানুষের উন্নয়নের ধারা পরিচালনা করছেন। আপনি কার গ্যারান্টিতে বিশ্বাস করেন?'
-
Mar 10, 2024 13:32 IST
শুভেন্দু সহ বিজেপি নেতাদের কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'বাংলাকে গালি দেওয়ায় কাউকে বিরোধী দলনেতা করা হয়েছে, কাউকে বিধায়ক থেকে সাংসদ পদে উন্নীত করা হয়েছে। একজন অভিনেতা বিভিন্নভাবে কুরুচিকর মন্তব্য করেছেন তাঁর কাজের মধ্যে, তাঁকে আসানসোলের প্রার্থী করা হয়েছিল বিজেপির তরফে। পরে তিনি নিজেই বলেছেন, প্রার্থী হব না। এটাই বাংলার ক্ষমতা, বাংলার শক্তি।"
-
Mar 10, 2024 13:25 ISTজনগর্জন সভামঞ্চে' মমতা বন্দ্যোপাধ্যায়
অভিষেকের বক্তৃতার মাঝেই ব্রিগেডের 'জনগর্জন সভামঞ্চে' পৌছলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
-
Mar 10, 2024 13:20 ISTবিজেপি বাংলা বিরোধী: অভিষেক
ভোজপুরী নায়ক পবন সিংকে প্রার্থী করেছিল বিজেপি। পরে তিনি প্রার্থী হওয়া থেকে সরে দাঁড়ান। যা নিয়ে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ' বাংলা-বিরোধীদের জনপ্রতিনিধি করেছে বিজেপি।'
-
Mar 10, 2024 13:12 ISTজনভারত গর্জন। বিরোধীদের বিসর্জন।'
এবার আমাদের স্লোগান 'জনভারত গর্জন। বিরোধীদের বিসর্জন।' এরপরই তিনি বলে ওঠেন, 'জনগণের গর্জন, আপনারা বলবেন বাংলা বিরোধীদের বিসর্জন। এটা মানুষের ক্ষমতা প্রমাণের ব্রিগেড।'
-
Mar 10, 2024 13:09 ISTব্রিগেডে অভিজিতের বিরুদ্ধে গর্জন অভিষেকের
'কেউ বলছে, তৃণমূল একে একে ছেড়ে চলে যাচ্ছে, ক'দিন পর তৃণমূল দলটাই থাকবে না। আমরা ঠিক করেছিলাম, এদের কাছে টাকা-পয়সা আছে, ইলেকশন কমিশন আছে, ইডি-সিবিআই আছে। তৃণমূলের কাছে মানুষ আছে। একটা প্রতিযোগিতা হোক। আগামীর রায় বাংলা-বিরোধীরা বিদায়। কেন্দ্র বাংলাকে বঞ্চিত করে। ন্যায্য পাওনা দেয় না। কিন্তু আপনাদের টাকা আপনারা পাবেন। পঞ্চায়েত ভোটের এক মাসের মধ্যে ব্যবস্থা আমরা করব বলেছিলাম। করেছি। আজও করব।'
-
Mar 10, 2024 13:07 ISTআমরা ১২ দিনে করে দেখালাম: অভিষেক
'দু'সপ্তাহের কম সময়ের মধ্যে ব্রিগেডে সমাবেশের ঘোষণা করেছিলাম। বিগত দিনগুলিতে যত জনসভা হয়েছে, তৃণমূল বাদে যারা সভা করেছে, তার প্রস্তুতি নিতে ছ'মাস লে গেছে। আমরা ১২ দিনে করে দেখালাম।'
-
Mar 10, 2024 13:06 ISTব্রিগেডে অভিষেক, হাঁটলেন ব়্যাম্প দিয়ে
ব্রিগেডের 'জনগর্জন সভা'য় এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব়্যাম্প দিয়ে হেঁটে পৌঁছলেন হাজার হাজার কর্মী, সমর্থকদের কাছে। কর্মী সমর্থদের চাঙ্গা করতে ব়্যাম্পে হাঁটতে হাঁটতে মুষ্টিবদ্ধ করে উপরের দিকে হাত তুললেন অভিষেক।
-
Mar 10, 2024 12:52 ISTব্রিগেডে অভিষেক, হাঁটলেন ব়্যাম্প দিয়ে
ব্রিগেডের 'জনগর্জন সভা'য় এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব়্যাম্প দিয়ে হেঁটে পৌঁছলেন হাজার হাজার কর্মী, সমর্থকদের কাছে। কর্মী সমর্থদের চাঙ্গা করতে ব়্যাম্পে হাঁটতে হাঁটতে মুষ্টিবদ্ধ করে উপরের দিকে হাত তুললেন অভিষেক।
-
Mar 10, 2024 12:50 ISTমেনুতে এবারও ডিম-ভাত?
মধ্যাহ্নভোজে মেতে তৃণমূল কর্মীরা
-
Mar 10, 2024 12:23 ISTবাংলার ৪২ কেন্দ্রে তৃণমূল সম্ভাব্য প্রার্থী তালিকা
গতবার ৪২টির মধ্যে ২২টি আসনে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। বিদায়ী সাংসদরাই কি সংশ্লিষ্ট কেন্দ্রে ফের তৃণমূলের প্রার্থী? নাকি রদবদল করা হবে? শোনা যাচ্ছে চমক আছে! তাহলে কী সেটা? এবারের তালিকায় ক'জন মহিলা প্রার্থী, কতজন নতুন মুখ? তা নিয়ে জোর চর্চা চলছে। একনজরে লোকসভা ভোট ২০২৪-এ তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা- পড়ুন বিস্তারিত
-
Mar 10, 2024 12:19 ISTতৃণমূলের ব্রিগেডে দুপুরের মেনুতে জিভে জল!
জনগর্জন সভায় ইতিমধ্যেই উপচে পড়া ভিড় তিলোত্তমা মহানগরীতে। দূরদূরান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আজ ব্রিগেড মুখী। তাঁদের খাওয়া-দাওয়ার জন্যও চূড়ান্ত বন্দোবস্ত। বিরিয়ানি, মাংস-ভাত তো আছেই, এছাড়াও কর্মী-সমর্থকদের জন্য পোলাও-মাংসেরও এলাহি বন্দোবস্ত তৃণমূল নেতৃত্বের। বিস্তারিত পড়ুন
-
Mar 10, 2024 12:17 ISTস্বেচ্ছাবসর পুলিশকর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের, BJP না TMC?
লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ঠিক মুখে চাকরি থেকে ইস্তফা রাজ্য পুলিশের এক শীর্ষকর্তার। স্বেচ্ছাবসর নিয়েছেন রায়গঞ্জের (Raiganj) ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। তবে টুইস্ট অন্য জায়গায়। স্বেচ্ছাবসর নিয়েই সরাসরি রাজনীতির ময়দানে নেমে পড়তে পারেন সদ্য প্রাক্তন এই IPS অফিসার। এমনই জল্পনা তুঙ্গে। এমনকী আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থীও হতে পারেন তিনি। বিস্তারিত পড়ুন
-
Mar 10, 2024 10:58 ISTদিদিকেই চাই', নজরকাড়া লুক দারুণ 'হিট'
এদিন শিয়ালদহ স্টেশনে এক তৃণমূলকর্মীকে তৃণমূলের পতাকার রংগুলি মুখে মেখে নামতে দেখা গেল। NRC-র প্রতিবাদ জানাতেই ব্রিগেডের সভায় যাচ্ছেন তিনি। তবে তাঁর লুক বেশ নজরকাড়া।
এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
-
Mar 10, 2024 10:57 ISTদিদিকেই চাই', নজরকাড়া লুক দারুণ 'হিট'
এদিন শিয়ালদহ স্টেশনে এক তৃণমূলকর্মীকে তৃণমূলের পতাকার রংগুলি মুখে মেখে নামতে দেখা গেল। NRC-র প্রতিবাদ জানাতেই ব্রিগেডের সভায় যাচ্ছেন তিনি। তবে তাঁর লুক বেশ নজরকাড়া।
এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
-
Mar 10, 2024 10:47 ISTপতাকা হাতে ব্রিগেডের পথে
সকাল থেকে হাওড়া ও শিয়ালদহ থেকে মিছিল ব্রিগেডের উদ্দেশে। এদিন সকালে শিয়ালদহ স্টেশনে হাতে দলের পতাকা নিয়ে ব্রিগেডমুখী তৃণমূল কর্মী-সমর্থকদের উৎসাহ চোখে পড়ার মতো। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
-
Mar 10, 2024 10:38 ISTপতাকা হাতে ব্রিগেডের পথে
সকাল থেকে হাওড়া ও শিয়ালদহ থেকে মিছিল ব্রিগেডের উদ্দেশে। এদিন সকালে শিয়ালদহ স্টেশনে হাতে দলের পতাকা নিয়ে ব্রিগেডমুখী তৃণমূল কর্মী-সমর্থকদের উৎসাহ চোখে পড়ার মতো। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
-
Mar 10, 2024 10:38 ISTপতাকা হাতে ব্রিগেডের পথে
সকাল থেকে হাওড়া ও শিয়ালদহ থেকে মিছিল ব্রিগেডের উদ্দেশে। এদিন সকালে শিয়ালদহ স্টেশনে হাতে দলের পতাকা নিয়ে ব্রিগেডমুখী তৃণমূল কর্মী-সমর্থকদের উৎসাহ চোখে পড়ার মতো। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
-
Mar 10, 2024 10:37 ISTপতাকা হাতে ব্রিগেডের পথে
সকাল থেকে হাওড়া ও শিয়ালদহ থেকে মিছিল ব্রিগেডের উদ্দেশে। এদিন সকালে শিয়ালদহ স্টেশনে হাতে দলের পতাকা নিয়ে ব্রিগেডমুখী তৃণমূল কর্মী-সমর্রথকদের উৎসাহ চোখে পড়ার মতো। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
-
Mar 10, 2024 08:30 ISTপুলিশে ছেয়ে গিয়েছে ময়দান
রাজ্যের শাসকদলের ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে চূড়ান্ত পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ব্রিগেডের মাঠ ও তার আশেপাশে কলকাতা পুলিশের ৩ জয়েন্ট কমিশনার ছাড়াও ২১ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা থাকছেন বলে সূত্রে খবর। এছাড়াও তৈরি রাখা হচ্ছে কুইক রেসপন্স টিম, অ্যাম্বুল্যান্স ও দমকলকে।
-
Mar 10, 2024 08:27 ISTব্রিগেডের ময়দান চেনা দায়!
পুরোদস্তুর হাইটেক ব্রিগেড সভা তৃণণূলের। গোটা মাঠ জুড়ে LED স্ক্রিন। আপাতমস্তক কর্পোরেট ধাঁচের সভা এই প্রথম তৃণমূলের। এমন হাইটেক সভার পুরোটাই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত।