Advertisment

Sandeshkhali: সন্দেশখালি অভিযানে শুভেন্দু, দুরন্ত ছকে মস্ত কায়দায় যাত্রা রুখে দিলেন মমতা

Sandeshkhali-Suvendu Adhikari: এর আগেও সন্দেশখালি যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল সন্দেশখালি অভিযানে বাধার মুখে পড়তে হয়েছিল রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকেও। এদিন ফের একবার সন্দেশখালি অভিযানের পরিকল্পনা করেছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তবে শেষ মুহূর্তে তিনি তাঁর অভিযানের প্ল্যান বদলে ফেলেছিলেন। তবে আগেভাগে শুভেন্দু অধিকারীদের আটকাতেও পদক্ষেপ করেছিল পুলিশও।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari compares Nandigram movement with Sandeshkhali movement

Suvendu Adhikari: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Sandeshkhali: সন্দেশখালি যাওয়ার পথে এদিনও জায়গায় জায়গায় বাধা দেওয়া হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তবে সব বাধা টপকে এদিন দলের তিন বিধায়ককে সঙ্গে নিয়ে সন্দেশখালির আগে রামপুরে পৌঁছোন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তবে রামপুরে যেতেই আটকে দেওয়া হয় শুভেন্দু অধিকারীদের। বিশাল পুলিশবাহিনী কার্যত ব্যারিকেড করে রেখেছে গোটা এলাকা। বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে রাস্তায় বসে ধর্না দিতে শুরু করেন বিরোধী দলনেতা।

Advertisment

এদিন রামপুরে পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা। শঙ্কর ঘোষ, চন্দনা বাউড়িদের সঙ্গে নিয়ে রাস্তাতেই বসে পড়েন বিরোধী দলনেতা। এদিন এর আগে সায়েন্স সিটির কাছে শুভেন্দুদের বাস আটকেছিল পুলিশ। তবে সমস্ত বাধা-বিপত্তি পেরিয়ে শেষমেশ রামপুরে কাছে পৌঁছে যেতে সক্ষম হনশুভেন্দু অধিকারী।

আরও পড়ুন- Premium: দুঃসাধ্য সংগ্রামে অসাধ্য সাধন! দুরন্ত দক্ষতায় গগনচুম্বী সাফল্য! ৩ বঙ্গতনয়ার এগল্প প্রেরণা দেবে! 

আগে থেকে রামপুরে বাঁশের ব্যারিকেড করে রেখেছে পুলিশ। পুলিশি বাধায় থামতে বাধ্য হন বিজেপি বিধায়করা। পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি শুরু হয়ে যায় শুভেন্দু অধিকারীদের। পুলিশকর্তারা এদিন শুভেন্দু অধিকারীকে জানান, তিনি সন্দেশখালিতে গেলে সেখানকার আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তাঁকে আটকাতে হচ্ছে তাঁদের।

আরও পড়ুন- Dev: দেবকে নিয়ে বিরাট খবর! অস্বস্তি বাড়ল বই কমল না তৃণমূলের তারকা সাংসদের

এতে আরও ক্ষুব্ধ হয়ে শুভেন্দু অধিকারী তাঁদের জানান, ভয় পেয়েই তাঁকে আটকাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আওতাধীন পুলিশ। তবে এদিন রামপুরে শঙ্কর ঘোষ, চন্দনা বাউড়িদের নিয়ে রাস্তাতেই বসে পড়েন তিনি।

bjp Mamata Banerjee Suvendu Adhikari Sandeshkhali
Advertisment