scorecardresearch

বড় খবর

ঘুম কাড়ছে ডেঙ্গু, এবার বলি বেলেঘাটা আইডি-র সহকারী সুপার

গতকাল অনির্বাণের প্লেটলেট ১৬ হাজারে নেমে গিয়েছিল। পরে পরিস্থিতি স্থিতিশীল হয়। কিন্তু শুক্রবার সকালে ফের কমে যায় প্লেটলেট।

ঘুম কাড়ছে ডেঙ্গু, এবার বলি বেলেঘাটা আইডি-র সহকারী সুপার
বেলেঘাটা আইডি

রাজ্যজুড়ে ক্রমশ বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এবার ডেঙ্গি সংক্রমিত হয়ে মৃত্যু হল বেলেঘাটা আইডি-র এক প্রশাসনিক কর্তার। মৃতের নাম অনির্বাণ হাজরা।

হাওড়ার বাসিন্দা বছর ৪২-এর অনির্বাণ হাজরা গত ১ নভেম্বর ভর্তি হয়েছিলেন বেলেঘাটা আইডি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, গতকাল অনির্বাণের প্লেটলেট ১৬ হাজারে নেমে গিয়েছিল। পরে পরিস্থিতি স্থিতিশীল হয়। কিন্তু শুক্রবার সকালে ফের কমে যায় প্লেটলেট। হৃদযন্ত্র এবং রক্তচাপজনিত সমস্যা দেখা দেখা দেয়। এরপরই অনির্বাণকে সিসিইউ-তে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

পরিবার সূত্রে খবর, করোনাকালেও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন অনির্বাণ হাজরা। দীর্ঘ চিকিৎসার পরে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন।

গত কয়েক মাস ধরেই দক্ষিণবঙ্গে ডেঙ্গুর প্রাদুর্ভাব। পুজোর পরও যা জারি রয়েছে। গত একসপ্তাহে কলকাতায় ডেঙ্গু সংক্রমিত হয়েছেন ৬৮১ জন। উত্তর ২৪ পরগনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৬০০-র বেশি। সংক্রমণ উত্তরবঙ্গেও ছড়িয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও প্রবল গতিতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Beleghata id administrative officer anirban hazra dies of dengue