Advertisment

দুর্গাপুজোয় জমজমাট বেলড় মঠ, কুমারী পুজো দেখতে মহাষ্টমীর সকাল থেকেই ভিড়

অষ্টমীতে বেলুড় মঠের প্রধান আকর্ষণ কুমারী পুজো।

author-image
IE Bangla Web Desk
New Update
Belur Math is thronged with visitors to witness Kumari Puja on Ashtami

বেলুড় মঠে দুর্গাপুজো। ফাইল ছবি।

মহাষ্টমীর সকাল থেকেই জমজমাট বেলুড় মঠ। প্রতিবারে মতো এবারও নিষ্ঠাভরে দেবী দুর্গার আরাধনায় ব্রতী বেলুড় মঠ কর্তৃপক্ষ। অষ্টমীতে বেলুড় মঠের প্রধান আকর্ষণ কুমারী পুজো। মোটের এই কুমারী পুজো দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফি বারের মতো এবারও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেলুড় মঠে। সকাল থেকেই চলছে বিশেষ পুজোপাঠ।

Advertisment

অষ্টমীতে জমজমাট বেলুড় মঠ। প্রথা মেনে এদিন প্রথমে হয় দেবীর অঙ্গাভিষেক। এরপর দেবী মহামায়াকে ফুল নিবেদন। পুরনো রীতি-রেওয়াজ মেনেই বেলুড় মঠে চলে দশভুজার আরাধনা। নির্ঘণ্ট মেনেই হবে সন্ধিপুজোও। সব মিলিয়ে মন্ত্রপাঠ, শাঁখের ধ্বনি ও ঢাকের বোলে দুর্গাপুজোর আনন্দে মাতোয়ারা আট থেকে আশি।

আরও পড়ুন- বঙ্গতনয়ার অবিস্মরণীয় কীর্তি! ‘সেরার সেরা’ শিরোপা ছুঁয়ে বাংলার মুখ উজ্বল করলেন অনুষ্কা

এমনিতেই বছরভর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে যান বেলুড় মঠে। তবে দুর্গাপুজোর সময় সেই ভিড় মাত্রাতিরিক্তবাবে বেড়ে যায়। বিশেষ করে মহাষ্টমীর দিন বেলুড় মঠ দর্শনার্থীদের প্রবল ভিড়ে গমগম করে।

কুমারী পুজো দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমান দর্শনার্থীরা। এবারও যার কোনও অন্যথা হয়নি। এখানে এক কুমারীকে দেবীজ্ঞানে পুজো করা হয়। প্রথা মেনেই রবিবার মহাষ্টমীর সকাল থেকেই বেলুড় মঠে শুরু সেই বিশেষ পুজো।

Durgapuja West Bengal Belur Math durgapuja 2023
Advertisment