মমতা বন্দ্যোপাধ্যাই মা সারদা। মমতাকেই মা সারদার পুনর্জন্ম হিসাবে তুলে ধরেছিলেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি। যার বিরুদ্ধে শুক্রবার মুখ খুললেন বেলুড় রামকৃষ্ণ মিশন ও মঠ। কোন যুক্তির ভিত্তিতে ডাঃ মাজি এই দাবি করেছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দজি মহারাজ। বলেছেন, 'ওই রাজনৈতিক নেতার উক্তি মা সারদার মর্যাদাকেই ভুলুণ্ঠিত করেছে।'
কী বলেছিলেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি?
গত সোমবার এক অনুষ্ঠানে তৃণমূলের বিধায়ক নির্মল মাজি বলেছিলেন, 'মৃত্যুর কয়েকদিন আগে স্বামী বিবেকানন্দর কয়েকজন সতীর্থ মহারাজ মা সারদাকে বলেছিলেন, পরবর্তীতে কালীঘাট মন্দির এলাকায় মনুষ্যরূপে জন্ম নেব। সেই জন্মের পর ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে সামাজিক কাজে যুক্ত হব। রাজনৈতিক কাজকর্মও করব।'
নিজের দাবির স্বপক্ষে সময়, সংখ্যাতত্ত্বের যুক্তিও দিয়েছিলেন তিনি। বলেছিলেন, 'সময়, সংখ্যাতত্ত্ব মিলিয়ে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ই মা সারদা। কারণ দুর্গাপুজোর অষ্টমী-নবমী তিথির সন্ধিক্ষণে তাঁর জন্ম। দিদি-ই মা সারদা, দিদি-ই সিস্টার নিবেদিতা, দিদি-ই ঘরের দুর্গা।'
নির্মল মাজির এই দাবি ঘিরে শোরগোল পড়ে যায়। ঘটনার পাঁচদিন পরে যা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাল বেলুড় রামকৃষ্ণ মিশন ও মঠ। দাবি করা হয়েছে যে, অগণিত ভক্ত রাজনৈতিক ব্যক্তিত্বের দাবি ঘিরে নিদারুণ আঘাত পেয়েছেন। তাঁরা ই-মেল করে সেকথা রামকৃষ্ণ মিশন ও মঠকে জানিয়েছেন।
কী প্রতিক্রিয়া স্বামী সুবিরানন্দজি মহারাজের?
এ দিন রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফে সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দজি মহারাজ বলেছেন, 'সম্প্রতি কোনও এক রাজনৈতিক নেতা তাঁর বক্তৃতায় বলেছেন, শ্রী শ্রী মা সারদা দেবী নাকি দেহত্যাগের আগে রামকৃষ্ণ মিশনের মহারজদের বলে গেছেন, তিনি এর পরে মানবী রূপে দক্ষিণ কলকাতায় আবির্ভূত হবেন। তখন তিনি ত্যাগ, তিতিক্ষা, সামাজিক কাজকর্মের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডেও জড়িয়ে যাবেন। শ্রী শ্রী মাকে নিয়ে রামকৃষ্ণ মঠ-মিশন ও অন্যান্যদের থেকে প্রামাণিক যে যে গ্রন্থ প্রকাশিত হয়েছে তাতে এরকম কোনও তথ্য নেই। তাহলে ওই নেতা কীভাবে এমন অদ্ভুত তথ্য পেলেন কোথায়? কী ভাবে তা প্রকাশ্য সভায় বললেন? তা আমাদের বুদ্ধির অগোম্য।'
এরপরই স্বামী সুবিরানন্দজি মহারাজের দাবি, ওই রাজনৈতিক ব্যক্তির দাবিতে অগনীত ভক্ত নিদারু আঘাত পেয়েছেন। বলেছেন, 'রামকৃষ্ণ মিশন ও মঠের সকল সন্ন্যাসী ব্রহ্মচারী অত্যন্ত দুঃখ-ক্ষোভের সঙ্গে মনে করছে ওই নেতার বক্তব্যের দ্বারা আমাদের পরম আরাধ্যা শ্রী শ্রী মায়ের মর্যাদা হানি করেছেন। আমাদের সকলের মায়ের এই অসম্মান আমাদের দুঃসহ বলে মনে হচ্ছে। এই দুঃসাহস যেন আর কেউ না দেখায়।'
এরপরই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'রামকৃষ্ণ মিশনের বক্তব্যকে আমরা সম্পূর্ণরূপে সম্মান জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় একজন জননেত্রী, তিনি তার নিজের জায়গায় প্রতিষ্ঠিত। সারদা মাকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। নির্মল মাজি তাঁর ব্যক্তিগত মতামত রেখেছেন। তবে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি শ্রদ্ধা রাখুন, কিন্তু এমন মন্তব্য করবেন না যাতে তাঁর ও দলের বিড়ম্বনা হয়।'