বিজয়া করতে গিয়ে দলেরই কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হল দোর্দণ্ডপ্রতাপ বিজেপি নেতা দিলীপ ঘোষকে। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতিকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে। দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি।
দুর্গাপুজোর অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ নিয়েই যত গন্ডগোল। বিজেপির তরফে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয় মগরাহাট পূর্ব বিধানসভার ধামুয়া এলাকায়। কিন্তু সেখানে অনুদান বিতর্কে গন্ডগোল বাধে। বিজয়ার শুভেচ্ছার বদলে দিলীপের কপালে জোটে দলীয় কর্মীদের বিক্ষোভ।
দলীয় সূত্রে খবর, দুর্গাপুজোর জন্য দলের তরফে যে অর্থ অনুদান হিসাবে দেওয়া হয়েছিল তাতে বেনিয়মের অভিযোগ করেন মগরাহাটের বিজেপি কর্মীরা। আঙুল ওঠে বিজেপির জেলা সভাপতি উৎপল নস্করের দিকে। অভিযোগ, দলের পক্ষ থেকে এক লক্ষ টাকা অনুদান দেওয়া হলেও ৩০ হাজার টাকার হিসাব দেননি জেলা সভাপতি।
আরও পড়ুন বাংলায় সম্ভবত এই প্রথম! ডাকাবুকো মন্ত্রীর বাড়িতে বেপরোয়া ভাঙচুর, কেন জানেন?
এ নিয়ে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের আগে শুরু হয় গন্ডগোল। ওই ধাক্কাধাক্কির সময় ঘটনাস্থলে হাজির হন দিলীপ ঘোষ। তাঁকে দেখেই কয়েক জন বিজেপি কর্মী ছুটে যান। তাঁকে দেখে শুরু হয় বিক্ষোভ। আচমকা এমন ঘটনায় কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে পড়েন দিলীপ। তার পর তাঁর নিরাপত্তারক্ষীরা এসে বিক্ষোভ সামাল দেন।
ঘটনার পর বিজেপির জেলা সভাপতি উৎপল নস্করের দাবি, বিষয়টি ছোট ঘটনা। কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে একটু সমস্যা হয়েছিল। তবে পাল্টা কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। স্থানীয় নেতারা বলছেন, দিলীপের উচিত দুর্নীতির অভিযোগে অন্যদের দিকে আঙুল তোলার আগে তাঁর নিজের দলের নেতা-কর্মীদের সামলানো।