বিধানসভায় ধুন্ধুমার কাণ্ডে এবার পাল্টা দিল বঙ্গ বিজেপি। শাসকদল তৃণমূল কংগ্রেসকে জবাব দিতে হেয়ার স্ট্রিট থানায় রাজ্যের একাধিক মন্ত্রী-সহ ৬০ জন বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপি। জাতীয় সংগীত অবমাননার অভিযোগের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ চোর বলার অভিযোগে পাল্টা এফআইআর বিজেপির।
মঙ্গলবার জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় এবং কোচবিহার জেলার তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভা রায় দুটি আলাদা অভিযোগ দায়ের করেছেন হেয়ার স্ট্রিট থানায়। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর এবং কুৎসিত মন্তব্যের অভিযোগে মোট ৬০ জন তৃণমূল বিধায়ককে চিহ্নিত করা হয়েছে এফআইআরে।
তার আগে সোমবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য হেয়ার স্ট্রিট এবং ময়দান থানায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে অবমাননাকর এবং কুৎসিত মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের করেন। তারই পাল্টা এবার তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে অবমাননাকর মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের করল বিজেপি।
আরও পড়ুন তৃণমূলে বৃদ্ধতন্ত্র: ১০ সাংসদের বয়স ৬৫ বা তদুর্ধ্ব, একাধিক ষাটোর্ধ্ব
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে সেই অভিযোগপত্র পোস্ট করে আমি এই সব অপরাধীকে জানিয়ে দিতে চাই, একদিন এই অসম্মানজনক আচরণের জন্য আপনাদের সবাইকে শাস্তি পেতে হবে। শুধু কয়েকদিনের অপেক্ষা। অভিযুক্ত তৃণমূল বিধায়কদের তালিকায় সুজিত বসু, বাবুল সুপ্রিয়, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ, বিপ্লব রায়চৌধুরী, মন্টুরাম পাখিরার মতো মন্ত্রীদের নামও রয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার দিনে বিধানসভার ভিতরে এবং বাইরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল বিধায়করা কালা দিবস পালন করেন। সেদিন শাহ এবং মোদীকে নিশানা করেন তৃণমূল বিধায়করা। আম্বেদকর মূর্তির নিচে তৃণমূল পরিষদীয় দলের ধরনা কর্মসূচিতে মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অন্যান্যরা পালা করে স্লোগান দিচ্ছেন, ‘‘অমিত চোর! মোদী চোর! বিজেপির সবাই চোর।’’ মোদী-শাহকে অবমাননাকর মন্তব্যের অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি।