/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/BJP-MLA.jpg)
প্রয়াত হলেন ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়।
প্রয়াত হলেন ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। মঙ্গলবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজেপি বিধায়ক। বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় এসেছিলেন তিনি। কিন্তু রবিবার অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর।
একুশের বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোটে জেতেন বিষ্ণুপদবাবু। হারিয়েছিলেন তৃণমূলের মিতালি রায়কে। ধূপগুড়ি থেকে প্রথম বিধানসভায় জেতে বিজেপি। জানা গিয়েছে, রবিবার হৃদরোগের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই মঙ্গলবার সকালে মৃত্যু হয় তাঁর। বিধায়কের মৃত্যুতে শোকের ছায়া তাঁর নির্বাচনীকেন্দ্র ধূপগুড়িতে।
আরও পড়ুন সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা! রামনবমীতে রাজ্যে হিংসায় এনআইএ তদন্ত বহাল
বিধায়ক তথা বিধানসভায় তাঁর সতীর্থের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
I am extremely saddened to know about the sad & untimely demise of my colleague and MLA from Dhupguri; Shri Bishnu Pada Ray.
He was admitted in the PG Hospital the day before yesterday because of a heart ailment.
On behalf of the @BJP4Bengal Legislature Party, I express my… pic.twitter.com/3l4soDXLpv— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 25, 2023
সূত্রের খবর, বিধায়কের দেহ এসএসকেএম থেকে প্রথমে নিয়ে যাওয়া হয় বিজেপির সদর দফতর মুরলীধর সেন লেনের অফিসে। সেখানে দলীয় সতীর্থ এবং অন্যান্য নেতা-কর্মীরা প্রয়াত বিধায়ককে শেষশ্রদ্ধা জানাবেন। তার পর তাঁর মরদেহ আনা হবে বিধানসভায়।
বিধানসভায় শাসক এবং বিরোধী দলের বিধায়করা তাঁর দেহে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবেন। বিধানসভায় পাঠ করা হবে শোকপ্রস্তাব। সূত্রের খবর, আজকের দিনের মতো বিধানসভার অধিবেশন মুলতুবি হতে পারে।