/indian-express-bangla/media/media_files/2025/04/01/5VHJMWRJesNMFkptqWEW.jpg)
'আতশবাজির কারখানা নাকি তৃণমূল সমর্থিত বোমা তৈরির আস্তানা'? প্রশ্ন তুলে গর্জে উঠল শুভেন্দু-সুকান্ত
Bengal BJP On Pathatpratima Fire Cracker Factory Blast: দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। রাজ্যে ফের বাজি কারখানায় বিস্ফোরণ। আর তারই জেরেই মৃত্যু হল তিন শিশু সহ মোট সাত জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক । এবার তা নিয়ে ফের একবার রাজ্য সরকার, পুলিশ প্রশাসনকে দুষলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে মমতা প্রশাসনকে নিশানা করে লিখেছেন, "দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৬ জনের। বেশ কয়েকজন আহতও হয়েছেন। ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের ৪ জনের মৃত্যুর ঘটনায় ২ মাসেরও কম সময়ের মধ্যেই ফের আরও একটি বিস্ফোরণের ঘটনা। ভূপতিনগর, এগ্রা, বজবজ, কল্যাণী... তালিকাটা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। রাজ্যের তরফে কঠোর পদক্ষেপ নেওয়ার আগে আরও কত দুর্ঘটনা ঘটবে? আগামীকালই সম্ভবত নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হবে। মানুষ আজকের এই ঘটনাটি ভুলেযাবে যতক্ষণ না পরবর্তী দুর্ঘটনা ঘটছে। বাংলায় কেন বারে বারে এই একই ধরণের ঘটনা ঘটছে তার কোন জবাব নেই পুলিশ প্রশাসনের কাছে। বারে বারে একই ঘটনার জন্য 'অদক্ষ পুলিশ মন্ত্রী' মমতা বন্দ্যোপাধ্যায় দায়ি"।
Devastating news from Patharpratima; South 24 Parganas district - 6 people have died and several are injured after another explosion in a Crude Bomb manufacturing unit.
— Suvendu Adhikari (@SuvenduWB) March 31, 2025
Less than two months after an explosion on Feb 7, 2025, had taken 4 precious lives at Kalyani another such… pic.twitter.com/zZ7iWd1CZk
অপর দিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে এক পোস্টে তৃণমূলকে দুষে লিখেছেন, "আরেকটি মারাত্মক বিস্ফোরণ! ডায়মন্ড হারবারে আরেকটি বিপর্যয়! ব্যর্থ মুখ্যমন্ত্রী!দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট এলাকায় একটি অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে ৬জনের মৃত্যু হয়েছে হয়েছে,এই সংখ্যা আরও বাড়তে পারে (স্থানীয় সূত্র অনুসারে)। কিন্তু এটা কি আসলেই কেবল একটি আতশবাজি কারখানা? নাকি আরও একটি নাকি তৃণমূল সমর্থিত বোমা তৈরির আস্তানা? পুলিশ কেন নীরব? মমতা সরকারের 'চটি চাটারা' কেন সত্য লুকানোর চেষ্টা করছে? তৃণমূল সরকারের মদতে কেন অবৈধ বোমা কারখানাগুলির এত রমরমা?একদিকে, তুষ্টির রাজনীতি এবং অবৈধ অনুপ্রবেশ ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। অন্যদিকে, বাংলা অবৈধ অস্ত্র ও বিস্ফোরকে ভরে যাচ্ছে, সবই শাসক দলের আশ্রয়ে। এই "মৃত্যুর খেলা" অবশ্যই শেষ হতে হবে! বাংলার সন্ত্রাস ও রক্তপাত নয়, আইনের শাসন ফেরাতে হবে। মমতা ব্যানার্জি আর কতদিন সাধারণ মানুষের চেয়ে অপরাধীদের সুরক্ষা প্রদান করবেন? বাংলা জেগে ওঠার আগে আর কত নিরীহ মানুষের জীবন এভাবে চলে যাবে"?
🚨 Another Deadly Explosion! Another TMC Made Disaster in Diamond Harbour! 🚨
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) March 31, 2025
Under Failed CM @MamataOfficial’s lawless rule, Bengal is turning into a ticking time bomb—literally! A massive explosion in an illegal firecracker factory in South 24 Parganas' Dhola area has claimed… pic.twitter.com/P5d8TWNzqZ
উল্লেখ্য ইদের সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরনে ঝলসে মৃত্যু হয়েছে তিন শিশু সহ কমপক্ষে ৬ জনের। ঘটনার জেরে এলাকায় চূড়ান্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, বাজি তৈরির সময়ই বিকট শব্দে বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান। জানা গিয়েছে মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ঢোলাহাট থানার বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,বাসন্তী পুজোর জন্য একটি ঘরে বাজি তৈরি করা হচ্ছিল। রাত সাড়ে নটা নাগাদ হঠাৎই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। এরপরই পুরো বাড়িতে আগুন ধরে যায়। সেখানেই ঝলসে মৃত্যু হয় ৬ জনের। এবিষয়ে পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা বলেন, বাজি তৈরি করার সময় হঠাৎই বিস্ফোরণ ঘটেছে। পুরো বাড়িতে আগুন ধরে গিয়েছে। বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ঢোলাহাট থানার বিশাল পুলিশ বাহিনী। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলেও পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।