Advertisment

BJP opens portal: মোদীর কথায় দুরন্ত তৎপরতা বঙ্গ BJP-র! যোগ্য চাকরিহারাদের জন্য চালু পোর্টাল

Narendra Modi-SSC Scam: দিন কয়েক আগেই বর্ধমানের নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী SSC দুর্নীতির জেরে যোগ্য চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। দলের রাজ্য নেতৃত্বকে যোগ্যদের পাশে থাকার পরামর্শ দেন তিনি। একটি লিগাল সেল, পোর্টাল চালুর পরামর্শ দিয়েছিলেন মোদী। নমোর সেই পরামর্শের ৫ দিনের মাথায় দারুণ তৎপরতা বঙ্গ BJP-র। তৈরি হয়ে গিয়েছে লিগাল সেল। এই লিগাল সেল চাকরিহারা যোগ্য প্রার্থীদের আইনি সহায়তা দেওয়ার কাজ করবে। সেই সঙ্গে চালু হয়েছে একটি পোর্টাল, হেল্প লাইন নম্বরও।

author-image
IE Bangla Web Desk
New Update
in lok sabha election 2024 bjp will win maximum seats from west bengal says modi

Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

BJP Portal for qualified job loosers of SSC Scam: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) পরামর্শে তড়িঘড়ি দুরন্ত তৎপরতা বঙ্গ BJP-র। রাজ্যে যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়াতে রাজ্য BJP চালু করে দিল নয়া পোর্টাল। সেই সঙ্গে একটি হেল্পলাইন নম্বরও খোলা হয়েছে বিজেপির তরফে। চাকরিহারা যোগ্য প্রার্থীরা সহায়তার জন্য ওই পোর্টালে তাঁদের নাম নথিভুক্ত করতে পারেন। এছাড়াও প্রয়োজনে নির্দিষ্ট হেল্পলাইন নম্বরেও ফোন করা যেতে পারে।

Advertisment

দিন কয়েক আগেই বর্ধমানের নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী SSC দুর্নীতির জেরে যোগ্য চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। দলের রাজ্য নেতৃত্বকে যোগ্যদের পাশে থাকার পরামর্শ দেন তিনি। একটি লিগাল সেল, পোর্টাল চালুর পরামর্শ দিয়েছিলেন মোদী। নমোর সেই পরামর্শের ৫ দিনের মাথাতেই দুরন্ত তৎপরতা বঙ্গ BJP-র। তৈরি হয়ে গিয়েছে লিগাল সেল। এই লিগাল সেল চাকরিহারা যোগ্য প্রার্থীদের আইনি সহায়তা দেওয়ার কাজ করবে।

আরও পড়ুন- West Bengal HS Result 2024: মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম স্নেহা! সেরা দশে বোন সোহা, যমজ কন্যার পরের লক্ষ্য জানেন?

একইসঙ্গে একটি পোর্টাল চালু করেছে রাজ্য বিজেপি। সেই পোর্টালে যোগ্য চাকরিহারারা তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন। পোর্টালে নাম নতিভুক্ত করে নথিপত্র জমা দিলে BJP লিগাল সেল তাঁদের সহায়তা করবে। পোর্টাল চালুর পাশাপাশি চালু হয়েছে একটি হেল্প লাইন নম্বরও। সেই নম্বরে ফোন করলে আইনি পরামর্শ পাবেন যোগ্য চাকরিহারারা।

আরও পড়ুন- Lok Sabha Election 2024: আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ, হাউহাউ করে কেঁদে ভাসালেন TMC কর্মী!

www.bjplegalsupport.org নামে এই পোর্টাল চালু করেছে বঙ্গ বিজেপি। এই পোর্টালে যোগ্য চাকরিহারারা নিজেদের নাম রেজিস্ট্রেশন করিয়ে নথিপত্র জমা করতে পারেন। এছাড়াও কোনও সমস্যা হলে সহায়তার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে গেরুয়া দল। ৯১৫০০-৫৬৬১৮ নম্বরে ফোন করলেও সহায়তা মিলবে।

WB SSC Scam modi bjp
Advertisment