Advertisment

কলকাতার দুর্গোৎসবে মাইলফলক! পুজোর 'থিম সং' গাইলেন বাংলার দুঁদে আমলা, দেখুন ভিডিও

তাঁর এই অসাধারণ প্রতিভা সম্প্রতি একটি সরকারি অনুষ্ঠানে জনসমক্ষে আনেন মুখ্যমন্ত্রী।

author-image
Subhamay Mandal
New Update
Vivek Kumar, an IAS Officer sings Theme song for Kolkata Durga Puja

রাজ্যের বন-পরিবেশ ও প্রাণিসম্পদ উন্নয়ন সচিব বিবেক কুমার

বেশ কয়েক বছর ধরেই দুর্গাপুজোয় গান প্রকাশিত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুরুচি সংঘের মতো কলকাতার হেভিওয়েট পুজোর থিম সং-ও লেখেন মুখ্যমন্ত্রী। তাঁর মন্ত্রিসভার সদস্য বাবুল সুপ্রিয় এবং ইন্দ্রনীল সেনও গান করেন। বিভিন্ন সরকারি অনুষ্ঠানে বাবুল এবং ইন্দ্রনীলকে গাইতে বলেন মুখ্যমন্ত্রী। তিনিও গলা মেলান। তবে সম্প্রতি তিনি তাঁর উচ্চপদস্থ আমলার সঙ্গীত প্রতিভা জনসমক্ষে এনেছেন। সেই আমলাই এবার শহরের এক বিখ্যাত পুজোর থিম সং গেয়েছেন।

Advertisment

পশ্চিমবঙ্গ সরকারের বন-পরিবেশ এবং প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের সচবি বিবেক কুমার গেয়েছেন থিম সং। তাঁর এই অসাধারণ প্রতিভা সম্প্রতি একটি সরকারি অনুষ্ঠানে জনসমক্ষে আনেন মুখ্যমন্ত্রী। গাইতে বলেন বিবেক কুমারকে। তিনিও লজ্জায় আমতা আমতা করলেও পরে গান করেন মুখ্যমন্ত্রীর অনুরোধে। সেই বিবেক কুমারই এবার চালতাবাগান সর্বজনীনের পুজোর গান গেয়েছেন। যার ভিডিও মুক্তি পেয়েছে গতকাল, শনিবার।

এই পুজোর গান এবং সুর দুটোই বিবেক কুমারের। কথা সুব্রত রায় ঘোষের। সঙ্গীত আয়োজনে দ্রোণ আচার্য। আশা অডিও-র তরফে গানটি মুক্তি পেয়েছে। এই পুজোর সাধারণ সম্পাদক মৌসম মুখোপাধ্যায় জানিয়েছেন, "গত পাঁচ বছর ধরে থিম পুজো হচ্ছে আমাদের। প্রত্যেক বছরই নতুন কিছু বার্তা দিই। এবারও অন্যথা হয়নি। মণ্ডপ শুধু নয়, মাতৃমৃর্তিতেও সুরের ছোঁয়া আছে।" এবার তাঁদের থিম-স্পর্শ। শিল্পী শঙ্কর পালের সৃজনে সেজে উঠেছে মণ্ডপ। প্রতিমা শিল্পী সুবল পাল।

আরও পড়ুন শাহের পুজো উদ্বোধনে ব্যস্ত থাকবেন শুভেন্দু, বিধানসভার বিশেষ অধিবেশনে থাকছে না বিজেপি

মৌসম আরও জানিয়েছেন, "বিবেক কুমার একজন দক্ষ প্রশাসকই নন, একজন ভাল গায়কও। মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি অনুষ্ঠানে তাঁর গান শুনে তাঁকে দিয়ে থিম সং গাওয়ানোর পরিকল্পনা করি। তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। এমন ভিন্ন পেশার মানুষকেই খুঁজছিলাম গানের জন্য।"

kolkata news West Bengal Durga Puja
Advertisment