CID arrested gangstar subodh singh: পাটনার বেউর জেল তার কাছে অপরাধের মুক্তাঞ্চল! জেলে বসেই একাধিক অপরাধের ছক কষেছিল কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং। সোনার দোকানে ডাকাতি থেকে দেশের নানান প্রান্তে ব্যবসায়ীদের ফোন করে হুমকি, শ্যুটআউট বাদ যায়নি কিছুই। বারে বারে সেই কুখ্যাত গ্যাংস্টারকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সিআইডি। অবশেষে এবার হাতে এবার সেই সুবোধ সিংকে হাতে পেল সিআইডি। ইতিমধ্যেই সুবোধ সিংকে আসানসোল আদালতে পেশ করেছে সিআইডি। আদালতে সুবোধ সিংয়ের হেফাজত চেয়ে আবেদন জানানো হবে সিআইডি-র তরফে।
২০২২ সালে ডাকাতি থেকে রানিগঞ্জে শ্যুটআউট একাধিক মামলায় নাম জড়িয়েছে সুবোধ সিংয়ের। এমনকী টিটাগড় পুরসভার প্রাক্তন বিজেপি কাউন্সিলর মণীশ শুক্ল খুনের ঘটনাতেও নাম জড়িয়েছিল এই কুখ্যাত গ্যাংস্টারের। সম্প্রতি বেলঘরিয়ার কাছে ব্যারাকপুরের ব্যবসায়ীর অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো থেকে ব্যারাকপুরেই অপর এক ব্যবসায়ী তাপস ভগতকে হুমকি ফোন, সবেতেই নাম উঠে এসেছে এই সুবোধ সিংয়ের। তার দাপটে নাজেহাল হয়ে উঠেছিলেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের ব্যবসায়ীরা। এবিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগের পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছেও চিঠি দিয়েছিলেন ব্যবসায়ী তাপস ভগত। এরপরেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন।
আরও পড়ুন : < Bengal STF Arrested Terrorist : নিরীহ স্বভাবের ছেলেটা ভয়ঙ্কর জঙ্গি! মানতে পারছে না পড়শি থেকে পরিবার >
অবশেষে সুবোধ সিংকে নিজেদের হেফাজতে আনল সিআইডি। আজই তাকে আসানসোল আদালতে পেশ করা হবে। টিটাগড় পুরসভার প্রাক্তন বিজেপি কাউন্সিলর মণীশ শুক্ল খুনের ঘটনাতেও নাম জড়িয়েছিল। বাংলা সহ দেশের প্রান্ত থেকে কোটি কোটি টাকা লুঠ ও শ্যুটআউটের ঘটনায় জড়িত সুবোধ সিং। শনিবার খাসতালুক বেউর জেল থেকে কুখ্যাত এই গ্যাংস্টারকে নিজেদের হেফাজতে নিল পশ্চিমবঙ্গ সিআইডি। তাকে জেরা করে একাধিক বিষয় সামনে আসবে বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। সম্প্রতি হাওড়ার একটি সোনার দোকানে ডাকাতির ঘটনাতেও সুবোধের যোগ পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। গত কয়েক বছরে এমন বহু অভিযোগ উঠেছে সুবোধ ও তার দলবলের বিরুদ্ধে।