Advertisment

মমতার বিরাট ঘোষণা, বিশাল লাভ রাজ্য সরকারি কর্মীদের

কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee announces state holiday on shab-e-barat and karam puja , করম পুজো ও শববরাতে রাজ্য সরকারি ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর

মুখ্যমন্ত্রীর উপহার

বাংলায় সরকারি ছুটির দিন বাড়ল। এবার করম পুজো এবং শববরাতেও ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে আরও দু'দিন ছুটির ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার একথা ঘোষণা করেন তিনি। এর আগে এই দু'দিন আংশিক ছুটি থাকত। এবার থেকে করম পুজো এবং শববরাতে স্কুল, কলেজ সহ রাজ্য সরকারি দফতরগুলিতে পূর্ণদিবস ছুটি থাকবে।

Advertisment

এদিন ছুটি ঘোষণা হতেই খুশির হাওয়া সরকারি কর্মচারীদের মধ্যে। করম পুজো এবং শববরাতে ছুটি ঘোষণার মাধ্যমে সব ধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সব ধর্মের মানুষের জন্যই তাঁর সরকার কাজ করে যাবে বলে জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, 'এতদিন আমাদের রাজ্যে সবে বরাত এবং করম পুজোতে সেকশনাল হলিডে ছিল। অনেকদিন ধরেই এই দু'টো দিন ছুটি ঘোষণার দাবি ছিল। তাই এবার থেকে ওই দুই দিন রাজ্য সরকার ছুটি দেবে বলে ঠিক করেছে।'

আরও পড়ুন- দুর্নীতির অভিযোগকে ৩০০ শতাংশ চ্যালেঞ্জ নুসরতের! কিন্তু কড়া প্রশ্ন শুনেই মেজাজ হারালেন সাংসদ-অভিনেত্রী

মুখ্যমন্ত্রীর দাবি, 'বাংলা কাউকে বঞ্চিত করে না। কেউ যদি বলে ৩৬৫ দিনে ৩৬৫টা ছুটি দেওয়া হোক তা সম্ভব নয়। তাহলে কাজ হবে কবে?' তাঁর কথায়, 'আমার মনে হয় বাংলায় সবচেয়ে বেশি ছুটি দেওয়া হয়। কারণ, আমি বিশ্বাস করি যাঁরা কাজ করেন তাঁদের বিশেষ দিনে ছুটি পাওয়ার অধিকার আছে। আমরা মাতৃত্বকালীন ছুটিও দিই ৭৩১ দিন। পিতৃত্বকালীন ছুটিও আছে ১ মাস। সুতরাং যতটা সম্ভব আমরা করি।'

আরও পড়ুন- নুসরত জাহান বিতর্কে তোলপাড় বাংলা, অবশেষে মুখ খুললেন মমতা

সরকারি কর্মীদের পক্ষ নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, 'রাজ্য সরকারি কর্মীরা ভাল কাজ করেন। তাই তারা বছরে একটু বেশি ছুটি আশা করতেই পারেন। আমাদের সরকার যে কোনও কর্মীর কাজকে কুর্ণিশ জানায়।'

আরও পড়ুন- উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব মমতার মন্ত্রীর কন্যা

আরও পড়ুন- আদালতের কড়া ধমকে বড় বিপদের আঁচ! নবান্ন থেকে তড়িঘড়ি তৃণমূলের কর্মসূচির দিন বদল মমতার

Mamata Banerjee West Bengal Mamata Government
Advertisment