Advertisment

মোরবি বিপর্যয়: মোদী সম্পর্কে মন্তব্য রাজি না হলেও বিজেপিকে নিশানা মমতার, 'কেন CBI-ED তদন্ত নয়?'

মোদীকে ক্লিনচিট মমতার?

author-image
IE Bangla Web Desk
New Update
bengal cm mamata banerjee on gujrats morbi bridge collapse

মোরবি নিয়ে মুখ খুললেন মমতা।

গুজরাটের মোরবিতে ঝুলন্ত সেতু দুর্ঘটনায় শতাধিক মানুষের মৃত্যুতে ব্যথিত বাংলার মুখ্যমন্ত্রী। প্রকৃত দোষীদের ধরতে সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, 'নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে সঠিক আচরণ করেনি গুজরাত সরকার।' তবে, প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে এ দিন কোনও মন্তব্যে নারাজ ছিলেন মুখ্যমন্ত্রী। মমতার প্রশ্ন, 'কী ভাবে টেন্ডার হয়েছে তা কেন ইডি, সিবিআই খতিয়ে দেখছে না?'

Advertisment

বুধবার দুপুরে চেন্নাই উড়ে যাওয়ার আগে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে মোরবি দুর্ঘটনা নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'সরকার তো আর দুর্ঘটনা ঘটায় না। দুর্ঘটনা ঘটে যায়। সেজন্য কাউকে কাজের দায়িত্ব দেওয়ার আগে আমাদের তার অভিজ্ঞতা খতিয়ে দেখা উচিত।'

বাংলার মুখ্যমন্ত্রীর দাবি, 'এই ঘটনাস সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তকমিটি গঠন করা উচিত। জগগণের প্রাণ রাজনীতির থেকে বেশি গুরুত্বপূর্ণ। নিহতদের পরিবারকে আমি সমবেদনা জানাই।'

মমতার অভিযোগ, 'নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে সঠিক আচরণ করেনি গুজরাত সরকার। আমাদের এখানেও একটা দেহ এসেছে। সে যেন ভিখারির মতো করে দেহটা পাঠিয়েছে। এখনতো ভিখারিদেরও এত খারাপ অবস্থা নয়।'

মোরবির দুর্ঘটনার তদন্তের কথা বলতে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিকেও নিশানা করেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, 'কী ভাবে টেন্ডার হয়েছে তা কেন ইডি, সিবিআই খতিয়ে দেখছে না? ইডি, সিবিআই কেন শুধু সাধারণ মানুষকে বিব্রত করেছে। যারা মানুষের প্রাণ নিয়ে খেলে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না।'

গুজরাটে গত রবিবার এই দুর্ঘটনার সময় রাজ্যেই ছিলেন প্রধানমন্ত্রী মোদী। ঘটনার পরেও ভোটমুখী গুজরাটে একগুচ্ছ প্রকল্প উদ্বোধনে ব্যাস্ত ছিলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার অবশ্য মোরবির ভাঙা সেতু পর্যবেক্ষণ করেন তিনি, যান হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে। এ নিয়ে বুধবার মমতাকে প্রশান করা হলে তিনি বলেন, 'আমি প্রধানমন্ত্রীকে নিয়ে কোনও কথা বলব না। কারণ এটা তাঁর রাজ্যে হয়েছে।'

gujrat modi Morbi Bridge Collapse Mamata Banerjee Morbi Tragedy
Advertisment