বিরোধীদের থামাতেই বাংলার মন্ত্রী আর দিল্লির অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। বুধবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই ভাষাতেই আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রেশন কেলেঙ্কারিতে বাংলার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে। সেই বিষয়ে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'এটি একটি রাজনৈতিক প্রশ্ন। এর উত্তর দেওয়ার উপযুক্ত প্ল্যাটফর্ম এটা নয়। আমার দল জবাব দেবে। অবশ্যই তিনি আমাদের মন্ত্রী। আপনি কি জানেন কীভাবে আমরা ডিজিটাল রেশন কার্ডের জন্য কাজ করেছি? এক কোটি ভুয়ো রেশন কার্ড আমরা কীভাবে বাতিল করলাম? অন্যান্য আইনি প্রশ্ন আছে। আমি এই প্রশ্নের কোনও উত্তর দেব না। মন্ত্রীরা নিজেদের রক্ষা করবেন। অরবিন্দ (অরবিন্দ কেজরিওয়াল) কো ভি নোটিশ ভেজা (অরবিন্দকেও নোটিশ পাঠানো হয়েছে)। পাঁচ থেকে ছয়জন সাংসদ বলছেন, তাঁদের ফোনও হ্যাক করা হয়েছে।'
এর আগে বুধবার মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ সিপিএম বড় বড় কথা বলছে। আদালত, ইডি আর সিবিআই-কে নিয়ে আমারও ব্যক্তিগত মতামত আছে। কিন্তু, সেই নিয়ে আমি কিছু বলব না। কিন্তু এটুকু শুধু বলে রাখছি, আমরা যখন ক্ষমতায় এসেছিলাম, ১ কোটি ভুয়ো রেশন কার্ড ছিল। ১ কোটি ভুয়ো রেশন কার্ড থাকার অর্থ, সেই রেশন কেউ না কেউ তুলতেন! সেই টাকা কোথায় যেত? আজ পর্যন্ত তদন্ত হয়েছে? আমরাই ক্ষমতায় এসে রেশন কার্ড ডিজিটাইজেশন শুরু করি। সেই কাজে সাত-আট বছর সময় লেগেছে।’
আরও পড়ুন- মমতা-ন্যানোর কাহিনি: কেন রাজ্যের থেকে টাটা ৭৬৬ কোটি টাকা, সুদের দাবিদার?
তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ওদের (কেন্দ্র) এসব চালিয়ে যেতে দিন। আমরা আমাদের মাতৃভূমিকে অপমান করতে পারি না। আমরা সমস্তটা দেখব। যা সহ্য করতে পারি, তা সহ্য করব।' একইসঙ্গে তিনি জানিয়ে দেন, 'একশো দিনের কাজের বকেয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ অব্যাহত থাকবে। আমরা ১৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করব। তারপরে, পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।'