Advertisment

Mamata On NEET : NEET কেলেঙ্কারি নিয়ে এবার বোমা ফাটালেন মমতা, মোদীকে চিঠি, কী লিখলেন মুখ্যমন্ত্রী?

NEET নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি! সংসদেও NEETকেলেঙ্কারির আঁচ পড়েছে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে মোদী সরকারের সমালোচনা করেছে বিরোধী দলগুলি। এসবের মাঝেই মোদীকে NEET বাতিলের দাবী জানিয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
CM Mamata Banerjee,live breaking news headlines,National Eligibility cum Entrance

পুরানো ব্যবস্থা চালুর দাবিতে সোচ্চার হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

NEET 2024: NEET বাতিলের দাবিতে মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে NEET (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) পরীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী NEET পরীক্ষা বাতিল করার এবং আগের ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

Advertisment

NEET নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি! সংসদেও NEETকেলেঙ্কারির আঁচ পড়েছে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে মোদী সরকারের সমালোচনা করেছে বিরোধী দলগুলি। এসবের মাঝেই মোদীকে NEET বাতিলের দাবী জানিয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি পুরানো ব্যবস্থা চালুর দাবিতে সোচ্চার হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, 'অবিলম্বে NEET বাতিল করা উচিত এবং পুরানো সিস্টেমকে অবিলম্বে কার্যকর করা উচিত'। চিঠিতে মমতা লিখেছেন, 'NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় দুর্নীতি, কর্মকর্তাদের ঘুষ নেওয়া, শিক্ষার্থীদের গ্রেস মার্ক দেওয়া ইত্যাদি নিয়ে গুরুতর অভিযোগ সামনে এসেছে । এই অভিযোগগুলির অবিলম্বে পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন। এই ধরণের ঘটনায় লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ বিপন্ন হতে চলেছে। এ ধরনের ঘটনা শুধু দেশের চিকিৎসা পরীক্ষার মান নিয়েই প্রশ্ন তোলে না পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবার ওপরও বিরূপ প্রভাব ফেলে'।

আরও পড়ুন : < Tmc On Modi: ভোটপ্রচারে মরিয়া মোদী…! তড়িঘড়ি উদ্বোধনই কাল, দিল্লি বিমানবন্দর দুর্ঘটনায় তৃণমূলের নিশানায় নমো >

মমতা বন্দ্যোপাধ্যায় দাবি জানিয়েছেন, 'NEET-এর পুরানো পদ্ধতি অবিলম্বে চালু করা উচিত, যার অধীনে রাজ্য সরকার পরীক্ষা পরিচালনা করবে'। পাশাপাশি ডাক্তারি পরীক্ষার ভর্তিতে যাতে প্রতিটি রাজ্যকে যাতে দায়িত্ব দেওয়া হয় সেবিষয়েও প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন তিনি।

চিঠিতে তিনি বর্তমান ব্যবস্থাকে গণতান্ত্রিক কাঠামোর লঙ্ঘন বলেও উল্লেখ করেছেন। বাংলার মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেছেন যে বর্তমান ব্যবস্থা দুর্নীতির সঙ্গে আপস করছে। দরিদ্র ও মধ্যবিত্ত শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্তমান ব্যবস্থায় বলেও উল্লেখ করেন তৃণমূল সুপ্রিমো।

NTA পরিচালিত NEET পরীক্ষায় কারচুপির অভিযোগে উত্তাল রাজ্য-রাজনীতি। NEET প্রশ্নপত্র ফাঁস মামলায় কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। NEET প্রশ্ন ফাঁসের তদন্ত করছে CBI

Mamata Banerjee modi NEET-UG
Advertisment