/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/Corona-1.jpg)
, ক্লাসরুম এবং মিটিং হলের মতো স্থানগুলিতে করোনা ভাইরাস বাতাসে মাধ্যমে অনায়াসেই ছড়িয়ে পড়তে পারে।
আরও নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় কমল সংক্রমণ। তবে সামান্য বাড়ল মৃতের সংখ্যা এবং পজিটিভিটি রেট। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৭৮ জন। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে ৪৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৪০ জন আক্রান্ত হওয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। এখনও পর্যন্ত বাংলায় মোট ২০ লক্ষ ১৩ হাজার ৩৫৩ জন ভাইরাস আক্রান্ত হয়েছেন। অ্যাকটিভ কেস ৫ হাজার ৫৪০।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে খানিকটা। একদিনে মোট ১৩ জন প্রাণ হারিয়েছেন। মৃত্যুর নিরিখে শীর্ষে কলকাতা। রবিবার মৃত্যু হয়েছে ৭ জনের। করোনা এখনও পর্যন্ত মোট ২১ হাজার ১৩২ জনের প্রাণ গিয়েছে। দৈনিক সুস্থতাও বেড়েছে কিছুটা। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭৩ জন ভাইরাসকে হারিয়েছেন। তার ফলে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৮৬ হাজার ৬৮১ জন। সুস্থতার হার ৯৮.৬৮ শতাংশ।
আরও পড়ুন করোনায় আক্রান্ত রানি দ্বিতীয় এলিজাবেথ, উদ্বেগ ব্রিটিশ রাজপরিবারে
করোনা সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা এবং টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৭৩৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ৩৯ লক্ষ ৯৪ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৯০ শতাংশ। একদিনে ২ লক্ষ ৪৯ হাজার ৫০৫ জন টিকা নিয়েছেন। প্রথম ডোজ নিয়েছেন ১৮ হাজার ৭৩৯ জন এবং বাকি ২ লক্ষ ১৫ হাজার ৮৫১ জন দ্বিতীয় ডোজ। তবে লাগামহীন জীবনযাপন বিপদ ডেকে আনতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। তাই এখনও রাজ্যে জারি কোভিডবিধি। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারেরও পরামর্শ অভিজ্ঞদের। ইতিমধ্যেই বিশ্বস্বাথ্য সংস্থা জানিয়েছে করোনা ভাইরাসের বিস্তারের এটাই আদর্শ সময়। সেই নিয়ে আশঙ্কা দানা বাঁধছে।