/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/corona-bengal.jpg)
ফাইল ছবি।
Bengal Covid Numbers: পশ্চিমবঙ্গে করোনার দৈনিক সংক্রমণ কমে ৮ হাজারের নিচে নেমেছে। বাড়ছে সুস্থতার হারও। কিন্তু, তুলনায় সংক্রমণে মৃত্যুর সংখ্যা সেইভাবে কমছে না। যা নিয়ে কিছুটা উদ্বেগে স্বাস্থ্যকর্তারা। স্বাস্থ্য দফতরের দেওয়া শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯১৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ৫৫৭ জন। রাজ্যে সুস্থতার হার ৯৫ শতাংশের বেশি। দৈনিক মৃত্যু হয়েছে ১১৩ জনের।
আক্রান্তের বিচারে রাজ্যে শীর্ষে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬৮৬ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। মহানগরে করোনা আক্রান্ত ৮৯৯ জন। সংক্রমিতের হার এই দুই জেলাতেই গত দিনের তুলনায় কম। তৃতীয় ও চতুর্থস্থানে রয়েছে যথাক্রমে হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা। উত্তরবঙ্গের মধ্যে সামান্য চিন্তায় রাখছে দার্জিলিং, জলপাইগুড়ি।
এখনও পর্যন্ত বাংলায় করোনা সংক্রমিতের সংখ্যা ১৪ লক্ষ ০৩ হাজার ৫৩৫ জন। করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৩৪ জন। মোট করোনাজয়ীর সংখ্যা ১৩ লক্ষ ৪২ হাজার ৩৯২ জন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন