বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার কিছুটা কমল রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় বাংলায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৫৭ জন। যা গতদিন ছিল ৭৪৫। তবে এ দিন মারণভাইরাসে প্রাণহানি ঘটেছে। সংক্রমণের নিরিখে শীর্ষে সেই কলকাতা। পজিটিভিটি রেট একদিনে ৭.৩০ থেকে কমে দাঁড়িয়েছে ৭.৪ শতাংশে।
Advertisment
গত ২৪ ঘণ্টায় করোনাজয়ীর সংখ্যা ১৯৫ জন। রাজ্যে মোট কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে হল ১৯ লক্ষ ৯৯ হাজার ৫৫০ জন। সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ।
গত ২৪ ঘন্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত ২১ হাজার ২১৪ জন। মৃত্যুহার ১.০৫ শতাংশ।
Advertisment
বঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ২৪ হাজার ২৪৪।
রাজ্যে এদিন ৯ হাজার ৩২৭টি নমুনা পরীক্ষা হয়েছে। মোট পরীক্ষার সংখ্যা ২৫ কোটি ৫০ লক্ষ ৫৯ হাজার ৫৭টি। কোভিডটিকা দেওয়া হয়েছে ৬৮ হাজার ৫৬৮ ডোজ। এর মধ্যে বুস্টার ডোজের সংখ্য়া ৩৪ লক্ষ ৬৪ হাজার ৬১১টি।
গত ২৪ ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২৯৯ জন। অবশ্য এই সংখ্যা গতদিনের চেয়ে বেশ খানিকটা কম। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (আক্রান্ত ১৮০ জন), দক্ষিণ ২৪ পরগনা (আক্রান্ত ৪৫ জন)।
করোনার চোখ রাঙানি চলছে। কিন্তু সচেতনতার কোনও বালাই নেই মানুষের মধ্যে। যা না ফিরলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা।