Advertisment

একলাফে অনেকটাই কমল বঙ্গের করোনা সংক্রমণ, তবে পজিটিভি রেট উর্ধ্বমুখী-ই

রবিবার যে সংখ্যাটা ছিল ১৮০০-র বেশি, তার ২৪ ঘন্টার মধ্যেই বাংলা করোনা সংক্রমিতের হার কমে হয়েছে ১,১৩২ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
bengal corona updates today 4 june 2022

সামান্য বিরতির পর বিরাট হাইজাম্প দৈনিক সংক্রমণ-মৃত্যুতে

উদ্বেগের মাঝেই কিছুটা স্বস্তি। এক লাফে অনেকটাই কমল রাজ্যের করোনা সংক্রমণ। রবিবার যে সংখ্যাটা ছিল ১৮০০-র বেশি, তার ২৪ ঘন্টার মধ্যেই বাংলা করোনা সংক্রমিতের হার কমে হয়েছে ১,১৩২ জন। রাজ্যে দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৫.১২ শতাংশ। বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্য়া ১১,১৩৯ জন।

Advertisment

এখনও পর্যন্ত রাজ্যের মোট করোনা সংক্রমিতের সংখ্যা ২০ লক্ষ ৩৫ হাজার ৬১৭ জন। করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ২০ লক্ষ ৩ হাজার ২৫৩ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৫৭৬ জন। সুস্থতার হার ৯৮.৪১ শতাংশ।

গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত একজনেরও মৃত্যু হয়নি।

এদিনও রাজ্যে সংক্রমিতদের তালিকায় শীর্ষে কলকাতা। তিলোত্তমায় আক্রান্তের সংখ্যা ৪৪২। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা।

বঙ্গে আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ১০,৬৯৪ জন। আর হাসপাতালে ভর্তি ৪৪৫ জন করোনা আক্রান্ত। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৭ হাজার ৪৭৮ টি। গত ২৪ ঘণ্টায় করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ১৫ হাজার ৮৩ জনকে।

West Bengal Bengal Corona Corona in bengal Kolkata corona corona West Bengal Coronavirus Update
Advertisment