Bengal Coronavirus Cases: বাংলায় ক্রমেই কমছে করোনা সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১২,১৯৩ জন। তুলনায় বাড়ছে সুস্থতার হারও। করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়েছেন ১৯,৩৯৬ জন। বর্তমানে সুস্থতার হার ৯০.৭০ শতাংশ। পাশাপাশি কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ১ লক্ষ ৯ হাজার ৮০৬ জন। মারণ ভাইরাসের বলি ১৪৫ জন।
গত ১৬ মে থেকে রাজ্যে কার্যত লকডাউন চলছে। সংক্রমণের বাড়বাড়ন্ত ঠেকাতে ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বিধিনিষেধের মেয়াদ। বাংলায় করোনা সংক্রমণের হার নিম্নমুখীতা তারই সুফল বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- Coronavirus India updates: দেড় মাসে দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, একদিনে করোনা আক্রান্ত ২ লক্ষেরও কম
আক্রান্তের নিরিখে কলকাতাকে ছাপিয়ে এগিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। মহানগরে একদিনে আক্রান্তের সংখ্যা ১,৮৫৭ জন হলেও উত্তর ২৪ পরগনায় তার হার ২,৫২৫ জন। উদ্বেগ বাড়াচ্ছে দার্জিলিং। এই জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৩০ জন।
রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯ হাজার ৮০৬ জন। করোনাকে জয় করেছেন ১২ লক্ষ ১৮ হাজার ৫১৬ জন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন