বাংলা ধীরে ধীরে কোভিড বিধিনিষেধের সুফল মিলতে শুরু করেছে। দৈনিক সংক্রমণ নিম্নমুখী। বাড়ছে সুস্থতার হারও। তবে উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণের হার। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৫১৪ জন। একদিনে করোনামুক্ত হয়েছেন ১৮ হাজার ৭৭৪ জন।
রাজ্যে এক ধাক্কায় অনেকটাই কমেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। রাজ্যে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা নেমেছে ১ লক্ষ ২ হাজার ৩৯৮ জনে। সুস্থতার হার ৯১.৩২ শতাংশ। তবে দৈনিক মৃত্যু দেড়শোর কাছাকাছিই রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার বলি ১৪৮ জন।
গত ২৪ ঘণ্টায় কিছুটা বেড়েছে করোনা পরীক্ষা। একদিনে টেস্ট হয়েছে ৬৩ হাজার ৫১৮ জনের। তবে সংক্রমণের হার ছাড়িয়েছে ১১ শতাংশের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় সর্বাধিক সংক্রমিত উত্তর ২৪ পরগনায়। এই জেলায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৪১ জন। মৃত্যু হয়েছে ৩৬ জনের।
উত্তর ২৪ পরগনার পরেই দ্বিতীয় সর্বাধিক সংক্রমিত কলকাতায়। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১ হাজার ৭৩৫ জন। একদিনে মৃত্যু হয়েছে ৩৬ জনের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন