Bengal Coronavirus Update June 18, 2021: রাজ্যে দৈনিক সংক্রমণ নামল ৩ হাজারের নিচে, কমল মৃত্যু

Bengal Coronavirus Updates June 18, 2021: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ১১২ জন।

Bengal Coronavirus Updates June 18, 2021: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ১১২ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
corona india daily cases 12 december 2021

দেওয়ালে করোনা সচেতনতার বার্তা।

Bengal Coronavirus Update June 18, 2021: ৭২ পর রাজ্যে ৩ হাজারের নিচে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এল ২,৭৮৮-তে। কোভিড বিধিনিষেধের সুফল বোধহয় একেই বলে। কিন্তু চিন্তায় রাখছে সক্রিয় রোগীর সংখ্যা। রোজই সেই সংখ্যা বাড়ছে।

Advertisment

শুক্রবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৮ জনের। রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ২৪০। বাংলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৬৯১-এ। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৭৭ হাজার ৩৭।

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর ভোটের মুখে লাফিয়ে বাড়তে থাকে রাজ্যের দৈনিক সংক্রমণ। বাড়তে বাড়তে একসময় তা ২১ হাজারে গিয়ে পৌঁছায়। তারপরই রাজ্যে কোভিড বিধিনিষেধ বলবৎ হয়। এর জেরে ধীরে ধীরে নিম্নমুখী হয় সংক্রমণ। রাজ্যে দৈনিক সংক্রমণের হার কমে এসে দাঁড়িয়েছে ৫.৪৫ শতাংশে।

Advertisment

আরও পড়ুন ১ জুলাই পর্যন্ত রাজ্যে বাড়ল বিধি-নিষেধের সময়সীমা

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ১১২ জন। দৈনিক সংক্রমণের তুলনায় যা কম। তার ফলেই সক্রিয় রোগীর সংখ্যা বাড়ছে। সংক্রমণের ক্ষেত্রে সবার উপরে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় ৩৮৮ জন আক্রান্ত হয়েছেন। তারপরই রয়েছে কলকাতা। তিলোত্তমায় এই সংখ্যাটা ২৮৭। উত্তর ২৪ পরগনায় একদিনে মৃত্যু হয়েছে ১৫ জনের। কলকাতায় মৃত্যু হয়েছে ১১ জনের।

এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৪৮০ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৯৭ লক্ষ ৬২ হাজার ৭৯৩। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৫৮৭ জন। অনেকটাই কমেছে মৃত্যুর হার। এখনও পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু হয়েছে মোট ৩ লক্ষ ৮৩ হাজার ৪৯০ জনের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal coronavirus