Advertisment

Bengal Coronavirus Update June 19, 2021: আড়াই হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ, কোভিড ঝড় সামলে সুস্থ হচ্ছে বাংলা

Bengal Coronavirus Updates June 19, 2021: বাংলায় সুস্থতার হার বর্তমানে ৯৭.২৮ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Covid Vaccination

কলকাতার একটি স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণ। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

Bengal Coronavirus Update June 19, 2021: করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। নিম্নমুখী দৈনিক সংক্রমণ ও মৃত্যু। যা আশার আলো দেখাচ্ছে রাজ্যবাসীকে। রাজ্যের স্বাস্থ্যের দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আড়াই হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ। মৃত্যু হয়েছে ৫৫ জনের। যা গতকালের থেকে অনেকটাই কম।

Advertisment

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২,৪৮৬ জন। তবে কমেছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,১০৯ জন। বাংলায় সুস্থতার হার বর্তমানে ৯৭.২৮ শতাংশ। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ লক্ষ ৭৯ হাজার ৫২৩।

রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন ২৩ হাজার ১৩ জন। করোনাকে হারিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ লক্ষ ৩৯ হাজার ২১৫ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যের সর্বাধিক আক্রান্ত হয়েছে উত্তর ২৪ পরগনায়। এই জেলায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৬৪ জন। এই জেলায় কনটেনমেন্ট জোনে কড়া বিধিনিষেধ বলবৎ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। এরপরেই রয়েছে কলকাতা। শহরে একদিনে সংক্রমিত ২১৭ জন।

আরও পড়ুন রাজ্যে দৈনিক সংক্রমণ নামল ৩ হাজারের নিচে, কমল মৃত্যু

গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১০ জনের। কলকাতায় মৃত্যু হয়েছে ৯ জনের। করোনায় এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ১৭ হাজার ২৯৫ জনের। কিছুটা কমেছে দৈনিক কোভিড পরীক্ষার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড টেস্ট হয়েছে ৫৩ হাজার ১১৭ জনের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal coronavirus
Advertisment