Advertisment

Bengali Dancer shot dead in America: মার্কিন মুলুকে বাঙালি নৃত্যশিল্পীর মর্মান্তিক পরিণতি, দেহ ফেরাতে সরকারকে আর্জি পরিবারের

বাবা-মা ইতিমধ্যেই মারা গিয়েছেন। সিউড়ির সোনাতোড় পাড়ায় কাকা শ্যামল ঘোষের বাড়িতেই থাকতেন অমরনাথ।

IE Bangla Web Desk এবং Sayan Sarkar
New Update
Bnegal dancer

মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিকবার গুলিবিদ্ধ অমরনাথ ঘোষ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর পড়ছিলেন (ছবি উত্স: ইনস্টাগ্রাম)

ভিন দেশে নাচের প্রশিক্ষণ নিতে গিয়ে মর্মান্তিক পরিণতি বাঙালি শিল্পীর। এই খবরে মাথায় আকাশ ভেঙে পড়েছে পরিবার ও বন্ধুবান্ধবদের। যুবকের আকস্মিক মর্মান্তিক এই পরিণতিতে তাঁর প্রতিবেশীরাও হতভম্ব।

Advertisment

বীরভূমের সিউড়ির বাসিন্দা নিহত শিল্পীর নাম অমরনাথ ঘোষ (Amarnath Ghosh)। আমেরিকার (America) রাস্তায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে তাঁর। সিউড়ির (Siuri) রবীন্দ্রপল্লির বাসিন্দা ওই যুবক। মার্কিন মুলুকে পিএইচডি করতে গিয়ে মর্মান্তিক পরিণতিতে শিউরে উঠেছে গোটা বাংলা।

বাবা-মা ইতিমধ্যেই মারা গিয়েছেন। সিউড়ির সোনাতোড় পাড়ায় কাকা শ্যামল ঘোষের বাড়িতেই থাকতেন অমরনাথ। অমরনাথের কাকিমা ভগবতী ঘোষ জানান, অমরনাথের বাবা-মা মারা যাওয়ার পর ভাইপো একা বাড়িতে থাকত। ছোট থেকেই তাঁর নাচের (Dance) প্রতি দারুণ ঝোঁক ছিল। নাচের প্রশিক্ষণ নিতে ভিনরাজ্যেও গিয়েছে অমরনাথ।

এদিকে, শিল্পীর মৃতদেহ ফেরাতে এবার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কাকা শ্যামল ঘোষ। জেলাশাসকের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা। জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, “পরিবারের পক্ষ থেকে আমার কাছে আবেদন করা হয়েছে। সেই আবেদনের ভিত্তিতে বিষয়টি আমি নবান্নে (Nabanna) জানিয়েছি। সেখান থেকে রিপোর্ট পাওয়া গেলে বিষয়টি জানাতে পারব।”

গত সপ্তাহে মার্কিন মুলুকে মৃত্যুর ঘটনার পর শাস্ত্রীয় নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের পরিবার এবং বন্ধুরা বলেছে যে তার শিল্পীর মৃতদেহ সম্পর্কে তাদের কাছে এখনও কোন তথ্য নেই এবং কীভাবে দেহে ফিরিয়ে আনা যায় মৃতদেহ তা ভেবে পাচ্ছে না পরিবার থেকে বন্ধু-বান্ধবরা। মৃতদেহ ফিরিয়ে আনার জন্য তারা অর্থ সংগ্রহের জন্য 'ক্রাউডফান্ডিং' শুরু করেছে। অমরনাথ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পারফর্মিং আর্টসে স্নাতকোত্তর করছিলেন।

অমরনাথের কাকা শ্যামল ঘোষ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, “আমাকে বলা হয়েছে শিল্পীর মৃতদেহ আনতে ১০ থেকে ১২ লাখ টাকা লাগবে। এত টাকা আমরা কোথায় পাব? কিভাবে তাঁর মরদেহ দাহ করা জানি না। সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক অবস্থায় আমরা নেই"। তিনি আরও বলেছেন, "আমি অমরনাথের মৃতদেহ ফিরিয়ে আনতে সরকারের সাহায্য চেয়ে জেলা প্রশাসন ও পুলিশকে চিঠি দিয়েছি। প্রশাসনিক কর্মকর্তারা আমাকে আশ্বস্ত করেছেন, আমার এই চিঠিটি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। আমি আশাবাদী প্রশাসন বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে দেহ ফিরিয়ে আনতে সাহায্য করবে,”।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময় পুলিশ সুপার (বীরভূম) রাজ নারায়ণ মুখার্জি বলেছেন, "অমরনাথের মৃত্যুর বিষয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য নেই প্রশাসনের কাছে। আমরা জানতে পেরেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শিল্পীর কিছু পরিচিত পরিবারকে মৃত্যুর বিষয়ে জানিয়েছে। যতক্ষণ না আমরা আনুষ্ঠানিকভাবে কিছু পাই, ততক্ষণ আমরা প্রশাসনিক ভাবে কিছু করার নেই"।

এদিকে, একটি টুইট বার্তায়, জনপ্রিয় টেলিভিশন শিল্পী দেবোলিনা ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের কাছে অমরনাথের মৃতদেহ ফিরিয়ে আনতে সাহায্য চেয়েছেন। "
পরিবার সূত্রে জানা গেছে, ছয় বছর আগে অমরনাথ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যান। “অমর নাথ ভরতনাট্যম, কুচিপুড়ি, মণিপুরি এবং কত্থক নৃত্যের প্রশিক্ষণ নিয়েছিলেন। তিনি রবীন্দ্র নৃত্যের মতো আরও কয়েকটি নাচে বেশ পারদর্শী ছিলেন। তিনি বেশ কয়েকটি পুরষ্কার পেয়েছিলেন"।

মার্কিন মুলুকে ভারতীয় শিল্পী অমরনাথের মৃত্যুর ঘটনায় শিকাগোতে ভারতীয় দূতাবাস এই হামলার নিন্দা জানিয়েছে। সেন্ট লুইস মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে গুলি করে খুন করা হয় অমরনাথকে।

Murder dance America
Advertisment