Advertisment

বন্ধ থাকছে লোকাল! মেট্রো খুলে দিয়ে রাজ্যে ৩০ জুলাই পর্যন্ত বাড়ল কোভিড বিধিনিষেধ

New Covid Restrictions West Bengal: ১৬ জুলাই থেকে চলবে মেট্রো। সপ্তাহে ৫ দিন ৫০% যাত্রী নিয়ে চলবে মেট্রো। সকাল ৬-১০ শর্তসাপেক্ষে খোলা যাবে সুইমিং পুল।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata metro corona

কলকাতা মেট্রো। এক্সপ্রেস ফাইল ছবি

Covid Restriction in Bengal: ৩০ জুলাই পর্যন্ত রাজ্যে বাড়ল কোভিড বিধি নিষেধ। তবে লোকাল ট্রেন বন্ধ রেখে নিত্য যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা খুলে দেওয়া হল। আগামি ১৬ জুলাই থেকে চলবে মেট্রো। সপ্তাহে ৫ দিন ৫০% যাত্রী নিয়ে চলবে মেট্রো। সকাল ৬-১০ শর্তসাপেক্ষে খোলা যাবে সুইমিং পুল। শুধুমাত্র রাজ্য এবং জাতীয়স্তরে ক্রীড়া প্রশিক্ষণে ছাড় দেওয়া হয়েছে। বদল ঘটানো হয়েছে ব্যাঙ্ক পরিষেবায়। ১৬ জুলাই থেকে সকাল ১০-৩ টে পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক। বিয়ে বাড়িতে সর্বাধিক ৫০ জন আমন্ত্রিত। পাশাপাশি ১৬ জুলাই থেকে কিছু ক্ষেত্রে ছাড়ের কথা ঘোষণা করেছে নবান্ন।উঠে যাচ্ছে দোকান-বাজার খোলার বিধিনিষেধ এবং নাইট কার্ফু। এদিকে, ১৬ জুলাই অর্থাৎ শুক্রবার থেকে ১৯২টি মেট্রো চলবে। দক্ষিণেশ্বর ও কবি সুভাষের মধ্যে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সপ্তাহে পাঁচদিন চলবে মেট্রো। শনি ও রবিবার যাত্রীদের জন্য মেট্রো চলবে না। সেই দুই দিন চলবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের জন্য মেট্রো।

Advertisment

১৬ জুলাই কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল হলেও, বন্ধই থাকছে সিনেমা হল, স্কুল-কলেজ। এদিকে, রাজ্যের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন চিকিৎসকরা। তাঁদের দাবি, ‘সক্রিয় সংক্রমণের নিরিখে বাংলা ৫ নম্বরে। অনেকটা নিয়ন্ত্রিত দৈনিক সংক্রমণ। তাই আন্তঃজেলা পরিবহণ বন্ধ রেখে স্থানীয় স্তরে গণপরিবহণ খুলে দেওয়া হোক। কারণ জেলার দিকে সংক্রমণ কিছুটা হলেও উদ্বেগের কারণ। তাই আন্তঃজেলা পরিবহণ চালু হলে আরও বাড়বে সংক্রমণ।‘ দেখুন ১৬-৩০ জুলাই কী খোলা, কী বন্ধ--

খোলা--

  • স্থানীয় এবং আন্তঃজেলা বাস, লঞ্চ, ট্যাক্সি, অ্যাপক্যাব, অটো ইত্যাদি পরিষেবা ৫০ শতাংশ যাত্রী নিয়ে
  • জরুরি পরিষেবায় যুক্ত অফিস আগের মতোই ,তবে সরকারি অফিসে ২৫ শতাংশের বেশি হাজিরা নয়।
  • সোম-শুক্র মেট্রো পরিষেবা (সর্বাধিক ৫০% যাত্রী প্রতি মেট্রো)
  • বেসরকারি অফিসে এবং কলকারখানায় হাজিরা সর্বোচ্চ ৫০ শতাংশ।
  • সময় বদলে ব্যাঙ্ক খোলা সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত।
  • সেলুন, বিউটি পার্লার পুরনো নিয়মেই খোলা থাকবে
  • বিয়েতে সর্বাধিক ৫০ জন আমন্ত্রিত, শ্রাদ্ধে সর্বাধিক ২০ জন আমন্ত্রিত
  • হোটেল, রেস্তোরাঁ, পানশালা, শপিং মল, ক্লাব আগের মতোই সন্ধ্যা ৮টা অবধি খোলা। সর্বাধিক জমায়েত ৫০%
  • দর্শকহীন ক্রীড়া অনুষ্ঠানে ছাড়
  • শ্যুটিং সর্বাধিক ৫০ জন জমায়েত
  • সেলুন, বিউটি পার্লার, জিম চলতি নিয়মেই
  • প্রাতঃ ভ্রমণ পার্ক খোলা চলতি নিয়মেই। তবে পার্ক প্রবেশে আবশ্যিক করোনা টিকা

বন্ধ--

  • স্টাফ স্পেশাল ছাড়া অন্য লোকাল ট্রেন
  • স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান
  •  সিনেমা হল, স্পা, সুইমিং পুল
  • সব ধরণের জমায়েত

তাঁদের পরামর্শ, ‘নিত্যযাত্রীদের সুরাহা দিতে শহরাঞ্চলে গণপরিবহণের ব্যবস্থা করা হোক। নয়তো যেভাবে বাসে ভিড় করছেন অফিস যাত্রীরা, তা শিউরে ওঠার মতো। আসতে আসতে বিধিনিষেধ শিথিল হোক। চালু হোক ব্যবসা-বাণিজ্য।‘ অপরদিকে, গতবারের মতো এবারও দুর্গাপুজোয় করোনা অতিমারীর আবহ বর্তমান। আগস্ট-সেপ্টেম্বরে আবার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা। এই অবস্থায় পুজোর আকাশে বিপর্যয়ের ঘনঘটা। অতিমারীর আবহে কীভাবে সুষ্ঠুভাব-সংক্রমণ এড়িয়ে পুজো সম্ভব তার গাইডলাইন প্রকাশ করল কলকাতার পুজোওয়ালাদের সংগঠন ফোরাম ফর দুর্গোৎসব। ১৪ দফার গাইডলাইনে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে টিকাকরণে।

এই গাইডলাইন প্রস্তাবের আকারে পাঠানো হয়েছে নবান্নে। রাজ্য সরকার অনুমোদন দিলে এই গাইডলাইন মেনেই এবছর হবে পুজো। গতবছর টিকা আসেনি বলে ভিড় নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধ আরোপ করে কলকাতা হাইকোর্ট। এবছর টিকা বাজারে চলে আসায় টিকাকরণকে সামনে রেখে পুজোর প্রস্তুতি শুরু করতে চাইছে ফোরাম ফর দুর্গোৎসব। ফোরামের ছাতার তলায় ছোট-বড় মিলিয়ে সাড়ে চারশোর বেশি পুজো কমিটি রয়েছে। প্রত্যেককেই এই গাইডলাইন মানতে হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Nabanna Bengal Corona Corona Restrictions Metro Service
Advertisment