সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। বৃহস্পতিবার সকালে সোশাল মিডিয়ায় এই খবর ঘোষণা করেছেন মনোজ নিজেই। তবে, অপূর্ণ থেকে গেল মন্ত্রীমশাইয়ের রঞ্জি জয়ের স্বপ্ন
সোশাল মিডিয়ায় মনোজ লিখেছেন, 'ক্রিকেট খেলাকে বিদায়। এই গেমটি আমাকে সবকিছু দিয়েছে। আমি জীবনে এমন জিনিস পেয়েছে একাধিক ছোট জিনিস যা আমি স্বপ্নে ভাবিনি। এই খেলা এবং ঈশ্বরের কাছে সর্বদা কৃতজ্ঞ থাকব, যিনি সর্বদা আমার পাশে ছিলেন। এই সময় আমি সেই সমস্ত মানুষদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই যারা আমার ক্রিকেট যাত্রায় অংশ ছিলেন। আমার শৈশব থেকে শুরু করে গত বছর পর্যন্ত আমার সমস্ত কোচকে ধন্যবাদ যারা আমার ক্রিকেটে ভূমিকা রেখেছেন। মানবেন্দ্র ঘোষ, আমার ক্রিকেট যাত্রায় বাবার মত তিনি আমার স্তম্ভ। তিনি না থাকলে আমি ক্রিকেটের বৃত্তে কোথাও পৌঁছতে পারতাম না। ইদানীং আপনার শরীর ভাল নেই। তাই দ্রুত সুস্থতা কামনা করি। ধন্যবাদ বাবা-মাকে। কখনও পড়াশোনার জন্যে অতিরিক্ত চাপ দেননি আমাকে। ক্রিকেট খেলতে উৎসাহ দিয়ে গিয়েছেন। আমার জীবনে আসার পর থেকে সব সময় পাশে দাঁড়ানোর জন্যে স্ত্রী সুস্মিতাকে ধন্যবাদ।'
বাংলার হয়ে দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন মনোজ তিওয়ারি। এরপর গত মরসুমের রঞ্জি ট্রফিতে মনোজকেই অধিনায়ক করা হয়। ভারতীয়-এ দলে সুযোগ পাওয়ায় অভিমন্যু ঈশ্বরণকে নিয়মিত না মেলাতেই এই পদক্ষেপ। রঞ্জি জিতে অবসর নেওয়াই ছিল মনোজের লক্ষ্য। তাঁর নেতৃত্বে গত মরসুমে বাংলা দল রঞ্জির ফাইনালে ওঠে। কিন্তু ট্রফি আসেনি।
কিন্তু, বাংলা ফাইনাল হারলেও অবসর প্রসঙ্গ তোলেননি ৩৭ বছরের মনোজ। তবে, ৩ অগস্ট আচমকাই সোশাল মিডিয়ায় পোস্ট দিয়ে অবসর ঘোষণা করলেন তিনি। যাতে চমকে গিয়েছে বাংলার ক্রীড়ামহল।
২০০৮ সালের ৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান-ডে ম্যাচ খেলে জাতীয় দলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মনোজ তিওয়ারির। ২০১১ সালে যুবরাজ সিংয়ের অসুস্থতার কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে ডাক পান মনোজ। জাতীয় দলের হয়ে ১২টি ওডিআই ম্যাচ খেলেছেন তিনি। মোট রান ২৮৭। রয়েছে একটি শতরান এবং ১টি অর্ধশতরান। এছাড়া ৩টি টি-২০ ম্যাচও খেলেছেন মনোজ। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ১০৪ রান করেছেন। ওডিআইতে বল হাতে ৫টি উইকেট রয়েছে তাঁর। জাতীয় দলের হয়ে কেরিয়ার দীর্ঘ না হলেও বাংলার ক্রিকেটে মনোজ তিওয়ারির অবদান অনস্বীকার্য। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১০ হাজারের কাছাকাছি রান রয়েছে তাঁর। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বাধিক অপরাজিত ৩০৩ রানের ইনিংস রয়েছে বাংলার মন্ত্রী মশাইয়ের।