Advertisment

১৫ জুন পর্যন্ত রাজ্যে বাড়ল Covid বিধিনিষেধ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

West Bengal Lockdown extended: চিকিৎসকরা রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Covid Restriction, Bengal Corona, Nabanna, Chief Minister Mamata

আরও ১৫ দিন রাজ্যে বাড়ল করোনা বিধিনিষেধ। অর্থাৎ ১৫ জুন পর্যন্ত আগের নিয়মই কার্যকর থাকবে। নবান্নে বৃহস্পতিবার এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। করোনা প্রতিরোধে ১৬ মে থেকে রাজ্যব্যাপী চলছে এই বিধিনিষেধ। কেউ কেউ একে কার্যত লকডাউন আখ্যা দিয়েছে। কিন্তু একে লকডাউনের বদলে কোভিড বিধিনিষেধ বলতেই বেশি স্বচ্ছন্দ মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, ‘এখন যে যে শিল্পে শিথিলতা আছে, অনলাইন যেমন বিকিকিনি চলছিল তেমন চলবে। পাটজাত দ্রব্যের চাহিদা দেশীয় বাজারে বাড়ায় পাটশিল্পে শ্রমিক সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘

Advertisment

আরও ১০% শ্রমিক পয়লা জুন থেকে কাজে যোগ দিতে পারবেন। এখন ২০% শ্রমিক নিয়ে চলছে পাটশিল্প। এদিন এমনটাই জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি টিকাকরণের বিষয়ে অবিলম্বে প্রান্তিক ও গরিব মানুষদের টিকা সম্পূর্ণ করতে স্বাস্থ্য দফতরকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, ‘আমরা একটা মডেল করতে চাই। তাই যাঁদের সঙ্গে মানুষের বেশি মেলামেশা তাঁদের টিকাকরণ আগে সম্পূর্ণ করতে চাই। যারা বাজারে বসেন, মাছ বিক্রি করেন, হকার, যৌনকর্মী। এঁদের টিকাকরণ সম্পূর্ণ হলে কিছুটা সংক্রমণ কমানো সম্ভব।‘

এদিকে, চিকিৎসকরা রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেছেন, ‘লকডাউন কার্যকর হওয়ার পর থেকে আমরা রাজ্যের করোনা গ্রাফে একটা অধঃপতন দেখেছি। এই ধারা চলতে থাকলে আগামি দুই সপ্তাহে আরও কমবে গ্রাফ। তাই এই মুহূর্তেই আবার বাজার সচল করে দিলে ফের সংক্রমণ হাতের বাইরে চলে যাবে।‘

Mamata Banerjee Lockdown
Advertisment