Advertisment

উপলক্ষ্য পরিযায়ীদের খাদ্য বণ্টন! রাজ্যে ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড চালুর নির্দেশ

One Nation, One Ration Card: মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, 'তাঁদের খাদ্যসাথী প্রকল্প অনেক বেশি কার্যকরী। বেশি মানুষকে রেশন বণ্টন করে।‘

author-image
IE Bangla Web Desk
New Update
manoj malviya is acting director general of West Bengal state police

রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্ন।

One Nation, One Ration Card: অতি দ্রুত রাজ্যে চালু হবে ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড (ওএনওআর) প্রকল্প। রাজ্য খাদ্য দফতর সূত্রে এই তথ্য মিলেছে। ২৯ জুলাই দফতরের তরফে একটি নোটিফিকেশন জারি হয়েছে। সেই নোটিশে অতি দ্রুত এই প্রকল্প চালু করতে রেশন ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে। সেই নোটিফিকেশনে উল্লেখ, ‘পশ্চিমবঙ্গ সরকার ওএনওআর প্রকল্প চালু করতে উদ্যোগ নিয়েছে। দেশব্যাপী ভর্তুকিযুক্ত খাদ্যশস্য বণ্টনের জন্য একক গণবণ্টন ব্যবস্থা রয়েছে। সেই ব্যবস্থার অধীনে এই প্রকল্প চালু হবে। জাতীয় খাদ্য নিরাপত্তা আইনে যারা যোগ্য রেশন কার্ড গ্রাহক, তাঁরাই এই ব্যবস্থায় খাদ্যশস্য তুলতে পারবেন। দেশের যে কোনও অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই কার্ড বৈধ। মূলত যারা অস্থায়ী কাজ কিংবা অন্য কারণে পরিযায়ী এবং তাঁদের বরাদ্দ খাদ্যশস্য থেকে বঞ্চিত, তাঁদের কাছে এই কার্ড বৈধ।‘ ইতিমধ্যে সুপ্রিম কোর্ট মমতা সরকারকে ৩১ জুলাইয়ের মধ্যে এই প্রকল্প চালু করতে নির্দেশ দিয়েছিল।

Advertisment

এদিকে, রাজ্য খাদ্য দফতর আরও জানিয়েছে, এই প্রকল্প চালু হলেই রেশন কার্ড বাহকরা দেশের যেকোনও ফেয়ার প্রাইসের রেশন দোকান থেকে ই-পিওএস মাধ্যমে তাঁদের বরাদ্দের খাদ্য তুলতে পারবেন। সেক্ষেত্রে রেশন কার্ডটির সঙ্গে আধার যোগ থাকতে হবে। সরকারের ই-পিওএস মাধ্যমে যে তথ্য প্রকাশিত থাকবে।‘

অবিলম্বে রাজ্যের অনুমোদিত সবক’টি ফেয়ার প্রাইসের দোকানকে ই-পিওএস চালু করতে নির্দেশ দিয়েছে খাদ্য দফতর। এই প্রসঙ্গে নবান্ন সূত্রে খবর, আমাদের রাজ্যের অনেক পরিযায়ী শ্রমিক রয়েছেন। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা যেন বঞ্চিত না হয়। তাই ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড চালু করার সিদ্ধান্ত।‘

অপর দিকে, মঙ্গলবার লোকসভায় সাংসদ লকেট চট্টোপাধ্যায় এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। জবাব কেন্দ্রীয় মন্ত্রী বলেছে, ‘পশ্চিমবঙ্গ এখনও চালু করেনি। ফলে অনেক পরিযায়ী শ্রমিক বঞ্চিত হচ্ছেন।‘ যদিও এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, 'তাঁদের খাদ্যসাথী প্রকল্প অনেক বেশি কার্যকরী। বেশি মানুষকে রেশন বণ্টন করে।‘         



ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PDS Ration card ONOR Bengal Government supreme court
Advertisment