উৎসবের পাঁচদিন কলকাতায় থিকথিকে ভিড়। তার মাঝেই ঠাকুর দেখা। সে এক অন্য মজা। কিন্তু ততদিনে তো কোথায় কোন পুজোর কি থিম অনেকেরই জানা হয়ে গিয়েছে। তাই ষষ্ঠীর আগেই অনেকে প্যান্ডেল হপিং করে ফেলেন। যা মাথায় রেখে পর্যটন দফতর উৎসাহীদের জন্য বিরাট আয়োজন করেছে। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে, 'উদ্বোধনী'।
কবে ও কখন
তৃতীয়া (১৭ অক্টোবর) ও চতুর্থীতে (১৮ অক্টোবর) রাত জেগে কলকাতায় প্যান্ডেল হপিংয়ের আয়োজন। দু'দিনই রাত ১০ থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত কলকাতায় মণ্ডপ দেখার সুযোগ।
সূচনা পয়েন্ট
রবীন্দ্রসদন থেকে বাতানুকূল বাসে করে মণ্ডপ ও ঠাকুর দেখানো হবে।
কোন কোন মণ্ডপ দেখা যাবে?
- কলেজ স্কোয়ার
- মহম্মদ আলি পার্ক
- কাশী বোস লেন
- বাদামতলা আষাড় সংঘ
- ৬৬ পল্লী
- মুদিয়ালি ক্লাব
- শিব মন্দির
- একডালিয়া এবারগ্রিন
- সিংহি পার্ক
- হিন্দুস্থান পার্ক
- রাজডাঙা নবউদয় সংঘ
খরচ কত?
জন প্রতি খরচ ২০৯৯ টাকা
খাওয়া-দাওয়া-
প্রত্যেককে প্যাকেটজাত রাতের খাবার দেওয়া হবে।
যোগাযোগের মাধ্যম
'উদ্বোধনী'র সঙ্গী হতে চাইলে যোগাযোগ করুন www.wbtdcl.com , এছাড়া পর্যটন দফতরের অনুমদিত টুরিস্ট অপরেটরের সঙ্গে।
আরও পড়ুন- তাক লাগানো উদ্যোগ রাজ্যের! কলকাতার অদূরে সেরার সেরা দুগ্গা দর্শনের অভূতপূর্ব আয়োজন