Advertisment

Defamation Suit: রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত চরমে! মমতার বিরুদ্ধে মানহানি মামলা সি ভি আনন্দ বোসের

C V Ananda Bose filled suit against Mamata Banerjee: রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত আরও চরমে। মঙ্গলবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস নিশ্চিত করেছেন যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করেছেন। মামলায় মুখ্যমন্ত্রীকে অভিযুক্ত করেছেন রাজ্যপাল। এই বিববৃতিতে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

IE Bangla Web Desk এবং Subhamay Mandal
New Update
mamata banerjee criticize cv ananda bose on tmc mla oath taking issue

বাঁদিক থেকে মমতা ব্যানার্জি, সিভি আনন্দ বোস ও সায়ন্তিকা ব্যানার্জি।

C V Ananda Bose filled suit against Mamata Banerjee: রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত আরও চরমে। মঙ্গলবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস নিশ্চিত করেছেন যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করেছেন। মামলায় মুখ্যমন্ত্রীকে অভিযুক্ত করেছেন রাজ্যপাল। এই বিববৃতিতে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

Advertisment

আজ, বুধবার এই মামলায় শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টে।

শিলিগুড়িতে সাংবাদিকদের রাজ্যপাল জানান, মুখ্যমন্ত্রী এখন একজন অভিযুক্ত। আমি তাঁকে অভিযুক্ত হিসাবেই এবার থেকে দেখব। মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর সঙ্গে পেশাদার সম্পর্ক থাকবে। তিনি আমার সাংবিধানিক সহকর্মী। সেইমতো তাঁকে আমি গণ্য করব। কিন্তু আমার আত্মসম্মানে আঘাত লাগলে আমি ছেড়ে কথা বলব না। তাঁর বিরুদ্ধে আমি মানহানির মামলা করেছি।

গত সপ্তাহে মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজভবনে মহিলারা যেতে ভয় পাচ্ছেন। এরপরই ক্ষুব্ধ হন রাজ্যপাল। রাজভবন সূত্রের খবর, কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন যে, জনপ্রতিনিধিদের এমন বিভ্রান্তিমূলক এবং মিথ্যা অপবাদ দেওয়া উচিত নয়।

উল্লেখ্য, সম্প্রতি নবান্নে একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী একটি প্রসঙ্গে রাজভবন সম্পর্কে এই মন্তব্য করেন। উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে শপথগ্রহণ করতে চান না। বরং বিধানসভায় তাঁরা শপথগ্রহণ করতে চান। এ প্রসঙ্গে মমতা বলেন, 'ওঁরা কেন রাজভবনে যাবে? তিনি কেন বিধানসভায় আসতে পারবেন না? ওঁরা আমার কাছে অভিযোগ করেছে, রাজভবনে মহিলারা যেতে ভয় পাচ্ছেন। যা সব চলছে ওখানে।'

আরও পড়ুন C V Ananda Bose: একের পর এক হিংসা সরকারের সমর্থনেই! চোপড়া কাণ্ডে রাজ্যকে একহাত রাজ্যপালের

প্রসঙ্গত, গত ২ মে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন কলকাতা পুলিশের কাছে। পাল্টা বোস এই অভিযোগকে সাজানো বলে অভিহিত করেন। তাঁর দাবি, 'বাংলায় হিংসা-দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াইকে থামাতেই এই অভিযোগ।'

Mamata Banerjee West Bengal Calcutta High Court cv ananda bose
Advertisment