Advertisment

দর্শকের বিচারে বাংলার চার পুজোকে 'দুর্গারত্ন' পুরস্কার দেবেন রাজ্যপাল, তালিকায় রয়েছে কারা?

চারটি পুজো কমিটিকে মোট ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে রাজভবনের তরফে।

author-image
IE Bangla Web Desk
New Update
cv ananda bose sent letter to nabanna and delhi

রাজ্যপাল সিভি আনন্দ বোস।

এবার দুর্গারত্ন পুরস্কার ঘোষণা রাজ্যপালের। রাজ্যপাল সি ভি আনন্দ বোস কলকাতা ও রাজ্যের জেলা মিলিয়ে চার পুজো কমিটিকে গুর্গারত্ন পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। এই প্রথম কোনও বিচারকমণ্ডলী নয়, মানুষের বিচারে চার পুজো কমিটিকে সেরার সেরা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে রাজভবন।

Advertisment

এই পুরস্কারের সূচনা হল এই বছর থেকেই। পুরস্কৃত করা হচ্ছে কলকাতার টালা প্রত্যয়, নেতাজি কলোনি লো-ল্যান্ড, বরানগর বন্ধুদল স্পোর্টিং ক্লাব এবং কল্যাণীর লুমিনাস ক্লাবকে। চারটি পুজো কমিটিকে মোট ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে রাজভবনের তরফে। তাৎপর্যপূর্ণ ভাবে এই সেরার তালিকায় নেই সন্তোষ মিত্র স্কোয়্যার। যারা এবার অযোধ্যার রামমন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছিল। এই পুজোর কর্ণধার আবার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ।

মঙ্গলবার রাজভবনের তরফে এই ঘোষণা করা হয়। রাজ্যপাল যদিও আগেই 'দুর্গারত্ন' পুরস্কারের ঘোষণা করেন। মানুষের বিচারে সেরা চার পুজোকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছিলেন। সেই মতো মানুষের কাছে মতামত চাওয়া হয়। ইমেল মারফত রাজভবনকে নিজেদের মতামত জানান সকলে। তার ভিত্তিতেই এই চার পুজোকে বেছে নেওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুন ‘ওটা হিন্দু ধর্মের রামমন্দির নয়’…লেবুতলা পার্কের পুজো নিয়ে মদন যা বললেন…

রাজভবন সূত্রে জানা গিয়েছে, চারটি পুজোকে মোট পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে, যা নিজেদের মধ্যে ভাগ করে নেবে তারা। এর পাশাপাশি, মানপত্রও দেওয়া হবে। উল্লেখ্য, দুর্গাপুজো উপলক্ষে ক্লাবগুলিকে আগে থেকেই অনুদান দেয় রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার বেছে বেছে সেরা পুজোগুলিকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিল রাজভবন।

West Bengal Durga Puja cv ananda bose
Advertisment