বাংলা ভাষা শিখতে হাতেখড়ি নিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার রাজভবনে এক অনুষ্ঠানে ন'বছরের শিশুর কাছ থেকে বাংলা বর্ণমালার প্রথম অক্ষর 'অ', 'আ' লেখার মাধ্যমে বাংলা শেখার সূচনা করলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। ভাষা শিক্ষা মসৃণ করতে রাজ্যপালকে এ দিন বর্ণপরিচয়ের দু'টি খণ্ড উপহার দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হাতেখড়ি নিয়েই প্রথম ভাষণে তাঁর বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন রাজ্যপাল। নিজের ভাষণে সি ভি আনন্দ বোস বলেছেন, 'আমি বাংলাকে ভালোবাসি। বাংলা সুন্দর ভাষা। আমি বাংলাকে ভালোবাসি। আমি বাংলার মানুষকে ভালোবাসি। নেতাজি সুভাষচন্দ্র বসু মহানায়ক, অমরনায়ক। জয় বাংলা, জয় হিন্দ।'
রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠান ঘিরে শাসক-বিরোধী তরজায় সরগরম হয়েছে রাজ্য। রাজ্যপালের বাংলা শেখার ইচ্ছে দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করছে শাসক দল তৃণমূল। এদিন দুপুরেই এই অভিযোগ তুলে হাতেখড়ি অনুষ্ঠান বয়কাট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরই রাজ্যপালে সি ভি আনন্দ বোসের মুখে শোনা গেল তৃণমূলের দেওয়া 'জয় বাংলা' স্লোগান। যা বিতর্কে ঘি ঢালল বলেই মনে করা হচ্ছে।
হাতেখড়ির পর নিজের একমাসের বেতন রাজ্যের মেধাবী পড়ুয়াদের শিক্ষার অগ্রগতিতে দান করেন রাজ্যপাল।
সরস্বতী পুজোর দিন রাজভবনে রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠান উপলক্ষে ছিল মহাযজ্ঞ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় তো ছিলেনই। হাজির হয়েছিলেন রাজ্যের একাধিক নেতা, মন্ত্রী এবং বিনোদন জগতের কলাকুশলীরা। পণ্ডিত অজয় চক্রবর্তী ও সঙ্গীতশিল্পী স্বাগতালক্ষ্ণী দাশগুপ্তের বন্দনা দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠানটি।
ডক্টরেট উপাধি প্রাপ্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস এ দিন বিকেলে ছিলেন ছাত্রের ভূমিকায়। সরস্বতী পুজোয় স্লেট পেন্সিল নিয়ে তিনি 'অ আ ক খ' লেখার তালিম নেন ন'বছরের দিয়াশিনী রায়ের থেকে। তারপর আরও দুই শিশুর কাছ থেকে 'মা' ও 'ভূমি' শব্দ শেখেন সি ভি আনন্দ বোস। গুরুদক্ষিনাও দেন রাজ্যপাল।
এই পর্বের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্য পেশ করেন। মালয়ালম ভাষায় বক্তৃতা দিয়ে সকলকে চমকে দেন তিনি। বাংলা শেখার আগ্রহ দেখানোর জন্য রাজ্যপাল বোসকে শুভেচ্ছা জানান তিনি। এরপরই ভাষা শিক্ষা মসৃণ করতে রাজ্যপালকে এ দিন বর্ণপরিচয়ের দু'টি খণ্ড উপহার দেন মুখ্যমন্ত্রী। বিশ্বব্যাপী বাংলা ভাষার জনপ্রিয়তা ও এই ভাষায় কাজের সুযোগের সম্ভাবনার কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- তৃণমূলের স্লোগান সি ভি আনন্দ বোসের মুখে, তুলোধোনা প্রাক্তন রাজ্যপালের
আরও পড়ুন- দিল্লির তলব! রাতেই রাজধানীমুখী রাজ্যপাল, পরামর্শ দেবেন ধনখড়?
আরও পড়ুন- বঙ্গের শিক্ষায় বছরভর অস্থিরতা, তবুও খামতি-হীন বাগদেবীর আরাধনা