Advertisment

‘শান্তি-অহিংসার পথ অনুসরণ করুন!’, গান্ধি জয়ন্তীতে মমতাকে রাজ্যপালের পরামর্শ

Jagdeep Dhankar: শনিবার সস্ত্রীক কলকাতায় গান্ধিমূর্তিতে মাল্যদান করেন জগদীপ ধনকড়।

author-image
IE Bangla Web Desk
New Update
Jagdeep Dhankar, Tweet, Mamata Official

ফাইল ছবি।

Jagdeep Dhankar: মহাত্মা গান্ধির জন্মদিনে মুখ্যমন্ত্রীকে শান্তি-অহিংসার পথ অনুসরণের পরামর্শ দিলেন রাজ্যপাল। শনিবার সস্ত্রীক কলকাতায় গান্ধিমূর্তিতে মাল্যদান করেন জগদীপ ধনকড়। তার আগেই মুখ্যমন্ত্রীর উদ্দেশে তাঁর ট্যুইট, ‘মহাত্মা গান্ধির জন্মদিনে বাপুর মহান নীতি শান্তি এবং অহিংসাকে আমাদের অনুসরণ করতে হবে। গণতন্ত্র এবং মানুষের মর্যাদা বিকাশে মুখ্যমন্ত্রীর উচিৎ ভয় এবং হিংসাকে প্রতিরোধ করা।‘

Advertisment

যদিও এই ট্যুইটের বিরোধিতায় তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।  

এদিকে, মহাত্মা গান্ধীর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শনিবার মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মদিনে দিল্লির রাজঘাটে তাঁর সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। তাঁরা ছাড়াও এদিন রাজঘাটে গিয়ে গান্ধীজির সমাধিতে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা-সহ বিশিষ্টজনেরা।

এদিন গান্ধীজির জন্মদিনে টুইটে প্রধানমন্ত্রী বলেন, “তাঁর মহৎ নীতিগুলি বিশ্বব্যাপী প্রাসঙ্গিক। লক্ষ লক্ষ মানুষকে শক্তি দেয় তাঁর নীতি।” গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, “জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জনাই। গান্ধী জয়ন্তীতে শ্রদ্ধেয় বাপুকে আমার প্রণাম। পূজনীয় বাপুর জীবন ও আদর্শ দেশের প্রতিটি প্রজন্মকে কর্তব্যের পথে চলতে অনুপ্রাণিত করতে থাকবে।”

এদিন দিল্লির রাজঘাটে গান্ধীজির সমাধিতে ফুল ছড়িয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। গত সপ্তাহে তাঁর রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ -এর সাম্প্রতিক পর্বের সময় প্রধানমন্ত্রী গান্ধীজির জন্মদিনে দেশবাসীকে খাদির পণ্য কিনে তাঁকে সম্মান জানাতে আহ্বান করেছিলেন।

এদিন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীরও জন্মদিন। শনিবার দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিতে মোদী টুইটে লিখেছেন,“প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজির জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাঞ্জলি। মূল্যবোধ ও নীতির উপর ভিত্তি করে তাঁর জীবন সবসময় দেশবাসীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Jagdeep Dhankar CM Mamata Gandhi Anniversary
Advertisment