/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/05/Untitled-design-2021-05-23T150049.799.jpg)
ফাইল ছবি
Jagdeep Dhankar: ১৬ অগাস্ট রাজ্যব্যাপী খেলা হবে দিবস পালন করবে সরকার। সেই ঘোষণা ইতিমধ্যে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই খেলা হবে দিবস নিয়ে ট্যুইট করে নবান্নকে বার্তা পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বুধবার সকালে তিনি এই বিষয়ে জোড়া ট্যুইট করেন। রাজ্যের শান্তি এবং সম্প্রীতির পক্ষে সওয়াল করে রাজ্যপাল লেখেন, ‘শান্তি এবং সম্প্রীতি গনতন্ত্রকে মজবুতের ভিত। সমাজে বিভেদ প্রতিরোধে সব ধরণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত। আমার আশা মুখ্যমন্ত্রী জনস্বার্থে এই বিষয়ে পদক্ষেপ করবেন।‘
এই ট্যুইটের আরও একটা অংশে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে সনাতন সংঘের কয়েকজন সদস্যের সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা গিয়েছে রাজ্যপালকে। সেই ভিডিও প্রসঙ্গে তিনি লেখেন, ’১৬ অগাস্ট ক্যালকাটা কিলিং নামেও পরিচিত। জিন্নার ডাকে সেদিন সাম্প্রদায়িক দাঙ্গায় হাজার হাজার মানুষকে মারা হয়েছিল। খেলা হবে দিবস সেই দিনকেও স্মরণ করবে। এব্যাপারে মুখ্যমন্ত্রীর তরফে সঠিক পদক্ষেপ প্রত্যাশা করি।‘
Peace and harmony are vital to flourishing of democracy. All steps that have potential to generate divisiveness in society must be contained. Expect @MamataOfficial to rise over partisan stance and take urgent call as regards date #KhelaHobe with public interest in mind.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 11, 2021
যদিও রাজ্যপালের এই ট্যুইটের সমালোচনায় সরব নেটিজেনরা। খেলা হবে দিবসে দাঙ্গার স্মৃতি ফেরানোর চেষ্টা। এমনটাই অভিযোগ তাদের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন