Advertisment

খেলা হবে দিবসের সঙ্গে ক্যালকাটা কিলিংয়ের প্রসঙ্গ উসকে রাজ্যপালের ট্যুইটে বিতর্ক

Jagdeep Dhankar: রাজ্যপালের এই ট্যুইটের সমালোচনায় সরব নেটিজেনরা।   

author-image
IE Bangla Web Desk
New Update
Bengal Governor, Jagdeep Dhankar,

ফাইল ছবি

Jagdeep Dhankar: ১৬ অগাস্ট রাজ্যব্যাপী খেলা হবে দিবস পালন করবে সরকার। সেই ঘোষণা ইতিমধ্যে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই খেলা হবে দিবস নিয়ে ট্যুইট করে নবান্নকে বার্তা পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বুধবার সকালে তিনি এই বিষয়ে জোড়া ট্যুইট করেন। রাজ্যের শান্তি এবং সম্প্রীতির পক্ষে সওয়াল করে রাজ্যপাল লেখেন, ‘শান্তি এবং সম্প্রীতি গনতন্ত্রকে মজবুতের ভিত। সমাজে বিভেদ প্রতিরোধে সব ধরণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত। আমার আশা মুখ্যমন্ত্রী জনস্বার্থে এই বিষয়ে পদক্ষেপ করবেন।‘

Advertisment

এই ট্যুইটের আরও একটা অংশে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে সনাতন সংঘের কয়েকজন সদস্যের সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা গিয়েছে রাজ্যপালকে। সেই ভিডিও প্রসঙ্গে তিনি লেখেন, ’১৬ অগাস্ট ক্যালকাটা কিলিং নামেও পরিচিত। জিন্নার ডাকে সেদিন সাম্প্রদায়িক দাঙ্গায় হাজার হাজার মানুষকে মারা হয়েছিল। খেলা হবে দিবস সেই দিনকেও স্মরণ করবে। এব্যাপারে মুখ্যমন্ত্রীর তরফে সঠিক পদক্ষেপ প্রত্যাশা করি।‘

যদিও রাজ্যপালের এই ট্যুইটের সমালোচনায় সরব নেটিজেনরা।   খেলা হবে দিবসে দাঙ্গার স্মৃতি ফেরানোর চেষ্টা। এমনটাই অভিযোগ তাদের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bengal Governor Jagdeep Dhankar Calcutta Killing
Advertisment