Advertisment

লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার্ঘ পশ্চিমবঙ্গ সরকারের, সোমবার রাজ্যে অর্ধদিবস ছুটির ঘোষণা

সরস্বতী পুজোর নিরঞ্জনের দিনই বিদায় 'মানবী' সরস্বতীর। রবিবার সকাল ৮টা ১২ মিনিটে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন লতা।

author-image
IE Bangla Web Desk
New Update
bengal govt announces half day holiday on monday in memory of lata mangeshkar

লতার প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা।

প্রয়াত সুরের সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার অর্ধদিবস ছুটির ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও জানানো হয়েছে, আগামী ১৫ দিন রাজ্যে বাজবে লতার গাওয়া গান, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

সরস্বতী পুজোর নিরঞ্জনের দিনই বিদায় 'মানবী' সরস্বতীর। রবিবার সকাল ৮টা ১২ মিনিটে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মতা বন্দ্যোপাধ্যায়-সহ অসংখ্য মানুষ।

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে জারি করা মুখ্যমন্ত্রী শোকবার্তায় লেখা হয়, 'কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে আমি গভীরতম শোক প্রকাশ করছি। তিনি আজ মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে আমরা রিক্ত হলাম।'

আরও পড়ুন- Live Updates: রত্ন হারাল ভারত, শেষকৃত্যে যোগ দিতে আজ বিকেলেই মুম্বইয়ে প্রধানমন্ত্রী

Mamata Banerjee Lata Mangeshkar West Bengal Government Mamata Government Lata Mangeshkar death
Advertisment