দেশের পাশাপাশি রাজ্যেও ক্রমবর্ধমান করোনা আক্রান্তের সংখ্যা। অতিমারী এই পরিস্থিতি সামলাতে এবার তিনটি টাস্ক ফোর্স গঠন করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার।তিনটি টাস্ক ফোর্সের মধ্যে, একটি অর্থনীতি নিয়ে, আরেকটি এনফোর্সমেন্ট নিয়ে, আরেকটি রেস্ট্রিকশন নিয়ে, যার নেতৃত্ব দেবেন মুখ্যসচিব রাজীব সিনহা। এরই মধ্যে ফের রাজ্যে কোভিদ -১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দু'জন।
অর্থনৈতিক বিষয় মোকাবিলা করতে যে টাস্ক ফোর্স গঠন করা হবে তাঁর নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তবে গোটা বিষয়টির পরিচালনার ভার থাকবে অর্থসচিব হরি কৃষ্ণ দ্বিবেদীর হাতে। বুধবার নবান্ন থেকে বৈঠকে মুখ্যমন্ত্রী আরও বলেন, "আইন শৃঙ্খলা রক্ষার জন্য তৃতীয় যে টাস্কফোর্স গঠন করা হয়েছে তাঁর নেতৃত্বে থাকবেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।"
সামাজিক দূরত্ব মানতে রাজ্যের কড়া নির্দেশ। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল
এদিকে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭১। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৯, বেড়ে হয়েছে ৭১। ৬১টি কেস এসেছে ১১টি পরিবার থেকে।" তবে সামাজিক দূরত্ব না মানার ফলেই এমনটা হয়েছে তাও সাফ জানিয়ে দেন তিনি। মমতা আরও বলেন, "একটা ভাল খবর রয়েছে, এনআরএসের ৩০ জন ডাক্তার, ৫ নার্স ও ৪ টেকনিশিয়ানের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আমরা অত্যন্ত খুশি।”
দিল্লির নিজামুদ্দিনে জমায়েতের ফলে দেশে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এই বিবৃতির প্রেক্ষিতে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বলেন, "“এই অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছিল বলেই জমায়েত কার্যকরী হয়। যাঁরা এসব করেছেন, তাঁরাই আবার বলে বেড়াচ্ছেন।” করোনা আবহে নিজামুদ্দিন দরগায় তবলিগি জামাতের সমাবেশে অংশগ্রহণকারীদের নিয়ে সারা দেশ তোলপাড় হচ্ছে। ওই জমায়েত থেকেই একটা বড় অংশে করোনা ভাইরাস সংক্রমণ ঘটেছে, বলে বিতর্ক আছড়ে পড়েছে এই রাজ্যেও। তবে বাংলার মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠানে অনুমতি দানের জন্য এবার সরাসরি তোপ দাগলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, তথ্য আসার ৬ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন