Advertisment

কোভিড-বিধিনিষেধ আংশিক ছাড়, নয়া নির্দেশিকা জারি নবান্নের

রাজ্যে সংক্রমণের সুনামি। তার মধ্যেই কোভিড-বিধিনিষেধে আংশিক ছাড় ঘোষণা করল নবান্ন।

author-image
IE Bangla Web Desk
New Update
bengal govt has lighten the restrictions on salons and beauty parlours

সেলুন ও পার্লার খোলায় ছাড়। ছবি-শশী ঘোষ

রাজ্যে সংক্রমণের সুনামি। তার মধ্যেই কোভিড-বিধিনিষেধে আংশিক ছাড় ঘোষণা করল নবান্ন। এখন থেকে রাত ১০টা পর্যন্ত ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে সেলুন এবং বিউটি পার্লার। শনিবার মুখ্যসচিবের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

Advertisment

নির্দেশিকায় উল্লেখ, সেলুন, বিউটি পার্লার খুলতে মানতে হবে করোনাবিধি। সেলুন এবং পার্লারের কর্মী এবং গ্রাহকদের টিকার দু'টি ডোজই নেওয়া আছে কি না তা নিশ্চিত করতে হবে মালিকদের। নিয়মিত জীবাণুমুক্তকরণের উপর জোর দেওয়া হয়েছে।

করোনা বাড়তেই রাজ্যজুড়ে বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। গত ২রা জানুয়ারির নির্দেশিকা অনুযায়ী সেলুন, বিউটি পার্লার, স্পা, সুইমিং পুল সম্পূর্ণ বন্ধের ঘোষণা করা হয়েছিল। যা ৩রা জানুয়ারি থেকে জারি ছিল। কিন্তু দিন পাঁচেক কাটতে না কাটতেই সেই নিয়মে বদল আনল নবান্ন। এ দিন জারি করা নির্দেশিকায় কিছুটা ছাড় দিয়ে ৫০ শতাংশ গ্রাহক নিয়ে রাত ১০টা পর্যন্ত সেলুন এবং বিউটি পার্লার খোলার অনুমতি দেওয়া হল।

তবে, এখনও জিম বা সুইমিং পুল খোলার উপর নিষেধাজ্ঞা বজায় রয়েছে।

Mamata Government West Bengal Corona in bengal
Advertisment