কালীপুজোর বিধিনিষেধ নিয়ে নবান্নে মুখ্য সচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারসহ একাধিক শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক শেষে রাজ্যের মানুষদের এবছর করোনা কারণে বাজি না ফাটানোর জন্য অনুরোধ করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
Bengal govt not to allow bursting of firecrackers during Kali puja, Diwali festivals to check air pollution, hazardous for COVID-19 patients: Chief Secretary Alapan Bandyopadhyay
— Press Trust of India (@PTI_News) November 3, 2020
রাজ্যের মুখ্যসচিব জানান, পশ্চিমবঙ্গ প্রশাসন কালীপুজো-দীপাবলীতে কোনও ধরনের বাজি ফাটানোতে সম্মতি জানাচ্ছে না। তাঁর একটা কারণ দূষণ এবং অপরটি কোভিড রোগীদের স্বাস্থ্য। বর্তমানে রাজ্যের যা করোনা পরিস্থিতি সেখানে বেশিরভাগ করোনাক্রান্ত রোগী শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। সেই পরিস্থিতিতে বাজি পোড়ানোর অর্থ বায়ুদূষণ, যা থেকে আরও পরিস্থিতি খারাপ হতে পারে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন