দু'মাস বন্ধের পর অফিস খুলেছে। বিধি মেনে কর্মীদেরও আসতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু, গণপরিবহণ এখনও সব খোলেনি। সরকারি বাস পথে নামলেও প্রয়োজনের তুলনায় তা নেহাতই নগন্য। ফলে জুনের প্রথম দু'দিন চরম হয়রানির শিকার নিত্য যাত্রীরা। ডানলপ থেকে টালিগঞ্জ, শহরের সর্বত্র বাস ডিপোগুলোতে ভোর থেকেই প্রায় কয়েক কিলোমিটার লম্বা লাইন। একই ছবি জেলাগুলোতেও। বেসরকারি বাস মালিক বাড়তি ভাড়ার দাবি নাকচ করেছিল রাজ্য সরকার। যদিও, মঙ্গলবার ভাড়া নির্ধারণে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটিই বেসরকারি বাসের ভাড় নির্ধারণ করবে। পরিবহনমন্ত্রী শুভেন্দু আধিকারী জানিয়েছেন, 'ধাপে ধাপে গণপরিবহণ স্বাভাবিক হবে। সরকারি বাসের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আগামী কয়েকদিনে বেসরকারি বাসও পথে নামবে।'
একদিকে বাস নেই, অন্যদিকে অটোর ভাড়াও দ্বিগুণ। বেশি ভাড়া গুনতে হচ্ছে ট্যাক্সি বা অ্যাব ক্যাবে। যাদের সামর্থ্য নেই তারা লরি বা পণ্যবাহী যানে চড়ছেন। গণপরিবহণ সচল না হলে গন্তব্যে মানুষ পৌঁছবেন কী ভাবে? ঠা ঠা রোদ বা বৃষ্টিতে বাসের লাইনে দাঁড়িয়ে প্রশ্ন যাত্রীদের। মানুষের কষ্ট লাঘবে, রাজ্য সরাকার ঘোষণা করেছে, আজ, বুধবার থেকেই অটো ও অ্যাব ক্যাব ও ট্য়াক্সিতে চার জন করে যাত্রী উঠতে পারবেন।
আরও পড়ুন- বাংলায় ১৫ নতুন কোভিড হাসপাতাল
বেসরকারি বাস চলাচল করলেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে। বাসের মোট আসনের সমসংখ্যক যাত্রী নিতে না দিলে ভাড়া বৃদ্ধির দাবি করেছে বেসরকারি বাস মালিক সংগঠন। অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি কিছু বাস পথে নামালেও জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট আগের ভাড়ায় বাস চালানো অসম্ভব বলে জানিয়েছে। শহরতলীতে হাতে গোনা কিছু বেসরকারি বাস চললেও যাত্রীর তুলনায় তা নগন্য।
ভাড়া পুনর্বিবেচনার দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার পর কাউন্সিলের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, 'পরিবহণ কর্তাদের সঙ্গে বৈঠক সদর্থক হয়েছে। ভাড়া নির্ধারণে নিয়ন্ত্রক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। জুনের ৮ তারিখের আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করছি।'
লোকাল ট্রেন, মেট্রো বন্ধ। বাস অপ্রতুল। সরকারি বাসে ওঠার বিষয়টি ভাগ্যের উপর নির্ভরশীল। অটোর ভাড়াও আকাশ ছোঁয়া। টালিগঞ্জের এক যাত্রী জানান, 'বেসরকারি বাস চলতে দিলে এই হয়রানি হয় না। দু'ঘন্টা সরকারি বাসের লাইনের দাঁড়িয়েও তা মিলছে না। অফিস যাওয়াই ঝক্কির হয়ে দাঁড়াচ্ছে।'
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন